
রবিবার ● ২০ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডব্লিওআরওবিডি’র উদ্যোগে চট্টগ্রাম ইনডেপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ডব্লিওআরওবিডি’র উদ্যোগে চট্টগ্রাম ইনডেপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) এর উদ্যোগে চট্টগ্রাম ইনডেপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) গত ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম অঞ্চলের চারটি বিদ্যালয় থেকে নির্বাচিত ১১ জন শিক্ষক এবং ৬ জন স্থানীয় মেন্টর। এই কর্মশালা আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষকদেরকে প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ সহায়তা করার জন্য প্রস্তুত করে তোলা।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জন, হালিশহর গানার্স স্কুল থেকে ৩ জন, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জন, এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ২ জন শিক্ষক। এই প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা থেকে আগত ইসরাফিল শাহীন অরণ্য এবং সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাদুল আলম।
প্রশিক্ষণের প্রথম দিনে শিক্ষকদের জন্য আয়োজন করা হয় একটি হ্যান্ডস-অন আরডুইনো ওয়ার্কশপ, যেখানে তারা মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং ও রোবটিক্সের মৌলিক ধারণা এবং বাস্তব প্রজেক্ট নির্মাণে অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনে তাদের ডব্লিওআরও কীট ব্যবহারের মাধ্যমে ‘ফিউচার ইনভেটরস’ ক্যাটাগরিতে প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সাথে শিক্ষকদের পরিচয় করিয়ে দেওয়া হয় গত ১৪ জুলাই চালু হওয়া নতুন অনলাইন প্ল্যাটফর্ম wro-learn.org এর সাথে, যার মাধ্যমে শিক্ষক অথবা শিক্ষার্থী যে কেউ রোবট সম্পর্কিত যেকোনো কোর্স করতে পারবে এবং সফলভাবে কোর্স সম্পাদনে সার্টিফিকেটও প্রদান করা হবে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো শিক্ষকদের এমনভাবে দক্ষ করে তোলা যাতে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করতে পারেন এবং তাদের মধ্যে প্রযুক্তিনির্ভর চিন্তাধারা ও উদ্ভাবনী মানসিকতা তৈরি করতে সক্ষম হন।