সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ২২, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টাওয়ারকো বিল্ড ফরোয়ার্ড ফোরাম ২০২৫ অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টাওয়ারকো বিল্ড ফরোয়ার্ড ফোরাম ২০২৫ অনুষ্ঠিত
৩৪ বার পঠিত
সোমবার ● ২১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টাওয়ারকো বিল্ড ফরোয়ার্ড ফোরাম ২০২৫ অনুষ্ঠিত

---দ্রুত নীতিগত সংস্কার, অবকাঠামোগত সক্ষমতা ও শক্তিশালী আন্তঃখাত সহযোগিতার তাগিদ দিয়েছে দেশের টেলিযোগাযোগ অবকাঠামো খাতের শীর্ষ কোম্পানিগুলো। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘টাওয়ারকো বিল্ড ফরোয়ার্ড ফোরাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে সমন্বিত এ উদ্যোগের ঘোষণা দেয় প্রতিষ্ঠানগুলো।

‘ইউনিফায়িং টাওয়ারকো ফর আ স্মার্টার বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফোরামে টাওয়ার কোম্পানিগুলোর ভূমিকা তুলে ধরা হয়, যারা দেশের ৯০ শতাংশের বেশি মোবাইল নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। একইসঙ্গে সারাদেশে সংযোগ প্রদানের ভিত্তি স্থাপন, ডিজিটাল অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখছে টাওয়ারকোগুলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের ডিজিটাল অর্থনীতি উন্নয়নে টেলিযোগাযোগ খাত অন্যতম প্রধান সহায়ক। এ খাতের সর্বোচ্চ কার্যকারিতা পেতে আন্তঃখাত সমন্বয় ও সহযোগিতা বজায় রাখা সবচেয়ে জরুরী। বর্তমান ইন্ডাস্ট্রির আন্তঃখাত সমন্বয় পর্যবেক্ষণ ও মনিটরিংসহ সার্বিক টেলিযোগাযোগ খাতের অধিক স্বচ্ছতা নিশ্চিত করতেই আমরা টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং সংস্কার নীতি ২০২৫ প্রস্তাব করেছি।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সুনীল আইজ্যাক বলেন, এখন বিনিয়োগকারীরা বাজারের নিশ্চয়তা, পলিসি প্রেডিক্টিবিলিটি, সর্বোপরি ইকোসিস্টেমের সামঞ্জস্যতার দিকে নজর দিচ্ছেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া গেলে টাওয়ারকো খাতে কৌশলগত পুঁজি এবং দেশের টেলিকম নেটওয়ার্কের মান বাড়বে। একইসাথে সার্বিক ডিজিটাল সুবিধাপ্রাপ্তি বা সেবা ব্যবহারের খরচ কমবে।

ফ্রন্টিয়ার টাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সিরাজুস সালেহীন বলেন, টাওয়ারকো ইন্ডাস্ট্রিতে আমরা ব্যাটারি চুরি থেকে শুরু করে দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া এবং সহাবস্থানের জন্য প্রণোদনার অভাব সহ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকি। আজকের এ আয়োজনের মাধ্যমে সে চ্যালেঞ্জগুলো সমাধান করতে এক সময়োপযোগী প্ল্যাটফর্ম তৈরী হলো।

আয়োজনটির মাধ্যমে ‘বাংলাদেশ টাওয়ারকো অ্যাসোসিয়েশন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চারটি লাইসেন্সপ্রাপ্ত টাওয়ারকো মিলে গঠিত এ সংগঠন মূলত টেলিযোগাযোগ খাতে অ্যাডভোকেসি, নলেজ শেয়ারিং এবং রেগুলেটরি এঙ্গেজমেন্ট এগিয়ে নিতে কাজ করবে। এছাড়াও সংস্থাটি বিটিআরসি, ডাক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মতো সরকারি সংস্থাগুলোর গুরুত্ব¡পূর্ণ অংশীদার হয়ে উঠবে। টেলিকম খাতে বিভিন্ন নীতি প্রণয়নে সহায়তা করার পাশাপাশি ৫জি, আইওটি এবং স্মার্ট সিটি উদ্যোগের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতিও নিশ্চিত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সামিট টাওয়ারস লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার মো. নূর-এ-আলম সিদ্দিকী, এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, ইডটকো গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর গায়ান কোরালেজ।



আইসিটি সংবাদ এর আরও খবর

বাংলাদেশে নতুন প্রযুক্তির এন্টারপ্রাইজ ফ্রিজ উদ্বোধন বাংলাদেশে নতুন প্রযুক্তির এন্টারপ্রাইজ ফ্রিজ উদ্বোধন
বিনা দরপত্রে ড্রাইভিং লাইসেন্স প্রকল্প পেয়েছে সিএনএস বিনা দরপত্রে ড্রাইভিং লাইসেন্স প্রকল্প পেয়েছে সিএনএস
আলোড়ন তৈরি করেছে ভিভো ওয়াই হানড্রেড সিরিজ আলোড়ন তৈরি করেছে ভিভো ওয়াই হানড্রেড সিরিজ
সিস্টেমের অভ্যন্তরীণ ত্রুটি শনাক্ত করবে সফোসের নতুন ফিচার সিস্টেমের অভ্যন্তরীণ ত্রুটি শনাক্ত করবে সফোসের নতুন ফিচার
শিশু-কিশোরদের জন্য জুনিয়র ড্রোন পাইলট ওয়ার্কশপ অনুষ্ঠিত শিশু-কিশোরদের জন্য জুনিয়র ড্রোন পাইলট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ডব্লিওআরওবিডি’র উদ্যোগে চট্টগ্রাম ইনডেপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ডব্লিওআরওবিডি’র উদ্যোগে চট্টগ্রাম ইনডেপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাজারে লেনোভো আইডিয়া প্যাড স্লিম ফাইভ আই মডেলের দুটি নতুন ল্যাপটপ বাজারে লেনোভো আইডিয়া প্যাড স্লিম ফাইভ আই মডেলের দুটি নতুন ল্যাপটপ
প্রথম বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) এর নিবন্ধন শুরু প্রথম বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) এর নিবন্ধন শুরু
সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জন্য ডিজিটাল অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জন্য ডিজিটাল অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ

বাংলাদেশে নতুন প্রযুক্তির এন্টারপ্রাইজ ফ্রিজ উদ্বোধন
টাওয়ারকো বিল্ড ফরোয়ার্ড ফোরাম ২০২৫ অনুষ্ঠিত
বিনা দরপত্রে ড্রাইভিং লাইসেন্স প্রকল্প পেয়েছে সিএনএস
আলোড়ন তৈরি করেছে ভিভো ওয়াই হানড্রেড সিরিজ
সিস্টেমের অভ্যন্তরীণ ত্রুটি শনাক্ত করবে সফোসের নতুন ফিচার
শিশু-কিশোরদের জন্য জুনিয়র ড্রোন পাইলট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ডব্লিওআরওবিডি’র উদ্যোগে চট্টগ্রাম ইনডেপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাজারে লেনোভো আইডিয়া প্যাড স্লিম ফাইভ আই মডেলের দুটি নতুন ল্যাপটপ
প্রথম বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) এর নিবন্ধন শুরু
সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জন্য ডিজিটাল অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত