
সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে নতুন প্রযুক্তির এন্টারপ্রাইজ ফ্রিজ উদ্বোধন
বাংলাদেশে নতুন প্রযুক্তির এন্টারপ্রাইজ ফ্রিজ উদ্বোধন
বাংলাদেশের বাজারে নতুন প্রযুক্তির ‘এন্টারপ্রাইজ ফ্রিজ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত ১৬-১৭ জুলাই ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত বিয়ার সামিট ও বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫ এ এই উদ্ভাবন প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে।
‘এন্টারপ্রাইজ ফ্রিজ’ হলো একটি স্মার্ট ও প্রযুক্তিনির্ভর ভেন্ডিং সল্যুশন, যা দেশের ন্যাচারাল হেলথি প্রোডাক্টস (এনএইচপি) সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণ করবে এবং খাদ্য উদ্যোক্তাদের- বিশেষ করে নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করবে।
এই প্রযুক্তি যৌথভাবে বাস্তবায়ন করেছে শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এটি এজ প্রকল্পের আওতায় পরিচালিত একটি গবেষণাভিত্তিক উদ্ভাবন।
সরকারি, একাডেমিক ও প্রযুক্তিনির্ভর গবেষণার একটি শক্তিশালী মডেল হিসেবে এই উদ্যোগটি এমএসএমই ও উদ্যোক্তা সহায়তায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। এটি একটি আধুনিক, সেন্সরচালিত এবং ক্লাউড-সংযুক্ত স্মার্ট ফ্রিজিং ইউনিট, যা গবেষণালব্ধ একটি প্রোটোটাইপ থেকে বাস্তবসম্মত, বাণিজ্যিকভাবে কার্যকর একটি প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে।
ফ্রিজটির প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে: রিয়েল-টাইম ইনভেন্টরি ট্র্যাকিং- যাতে প্রতিটি পণ্যের আপডেট স্টক তথ্য দেখা যাবে সরাসরি; তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সেফটি মনিটরিং- যাতে খাবারের মান ও নিরাপত্তা অটোমেটেডভাবে পর্যবেক্ষণ করা যাবে; লেনদেনভিত্তিক ডেটা অ্যানালিটিক্স- বিক্রয় ও গ্রাহক আচরণ বিশ্লেষণ করে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
এ উদ্ভাবনের প্রধান গবেষক ও উদ্ভাবক এ. কে. এম. গনিউল জাদীদ বলেন, ২০২৫ সালের মধ্যেই আমরা এর বাণিজ্যিক উৎপাদন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছি- যা স্মার্ট ফুড রিটেইল এবং মাইক্রো এন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা বিকাশ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।