
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্টার্টআপ হুইলে শীর্ষ ৩০-এ প্রিয়শপ
স্টার্টআপ হুইলে শীর্ষ ৩০-এ প্রিয়শপ
ভিয়েতনামের অন্যতম স্টার্টআপ প্রতিযোগিতা স্টার্টআপ হুইল ২০২৫-এ টপ ৩০ স্থান অর্জন করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান প্রিয়শপ। প্রতিযোগিতায় প্রিয়শপের সাথে আরও ২৮টি দেশের ২১৪৪টি স্টার্টআপ অংশগ্রহন করেছে। ছয় মাসের একটি দীর্ঘ প্রতিযোগিতার পর প্রিয়শপকে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় আন্তর্জাতিক উদ্যোক্তাদের মধ্যে একটি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন এ বিষয়ে বলেন, এটি প্রিয়শপ টিমের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। আমরা লক্ষ লক্ষ মুদি দোকানিদের সাপ্লাই চেইন সহজ করার পাশাপাশি এমবেডেড ক্রেডিটের মাধ্যমে তাদেরকে ক্ষমতায়ন করছি। আমরা আশাবাদী যে বাংলাদেশকে আমরা প্রিয়শপের মাধ্যমে বিশ্বমঞ্চে আরো উঁচু উচ্চতায় তুলে ধরতে পারবো। এই স্বীকৃতি দেশের তরুণ উদ্যোক্তাদের মনে আন্তর্জাতিক মানের স্টার্টআপ গড়ার অনুপ্রেরণা দেবে।