সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১১, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিটিআরসিতে দুর্যোগকালীন অ্যামেচার রেডিওর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিটিআরসিতে দুর্যোগকালীন অ্যামেচার রেডিওর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
১০৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিটিআরসিতে দুর্যোগকালীন অ্যামেচার রেডিওর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

---বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর উদ্যোগে গত ৩০ জুলাই রাজধানীর আগারগাঁওস্থ কমিশনের কার্যালয়ে বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগকালীন অ্যামেচার/হ্যাম রেডিও এর ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রথাগত টেলিযোগাযোগ ব্যবস্থার বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে অ্যামেচার বা হ্যাম রেডিও এর কারিগরি দিক, লাইসেন্স প্রক্রিয়া ও দুর্যোগকালীন পূর্ব প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়। সেমিনারে সারাদেশ থেকে শতাধিক অ্যামেচার রেডিও অপারেটরগণ অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ বলেন, ফেনীর বন্যা পরিস্থিতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকায় অ্যামেচার রেডিও অপারেটরগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুর্যোগকালীন কিংবা শান্তিপূর্ণ সময়ে রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ, নিজেদের সুসংগঠিত ও দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হক দূর পাল্লার টেলিযোগাযোগের ইতিহাস, হ্যাম তথা অ্যামেচার রেডিও এর আর্বিভাব, রেগুলেশন ও বিভিন্ন দেশে দুর্যোগকালীন এর অবদান তুলে ধরেন। তিনি অ্যামেচার রেডিও অপারেটরদেরকে বাংলাদেশের দুর্যোগের ধরণ অনুযায়ী দলভিত্তিক কার্যক্রম সম্পাদন, সচেতনতামূলক কর্মশালা আয়োজন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করেন। অ্যামেচার রেডিও লাইসেন্স প্রক্রিয়া সহজতর করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এআরএবি) ও অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশ (এআরএসবি) এর প্রতিনিধিগণ সেমিনারে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা উপস্থাপনের মাধ্যমে অ্যামেচার রেডিওকে দুর্যোগ প্রটোকলে অন্তর্ভূক্তকরণ, রিসিভার আমদানিতে কাস্টমস জটিলতা দূরীকরণ, অনলাইনের মাধ্যমে লাইসেন্স সহজীকরণ, সরকারি বিভিন্ন সংস্থা থেকে দুর্যোগকালীন প্রথম রেসপন্সকারী হিসেবে আনুষ্ঠানিক র্স্বীকৃতি, ক্লাব কল সাইন প্রদান ও রিপিটার নেটওয়ার্কের আওতায় সারাদেশকে সংযুক্তকরণের বিষয়ে সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন বলেন, বিটিআরসি পক্ষ থেকে অ্যামেচার রেডিও অপারেটরদেরকে সার্বিক সহযোগিতা করা হবে। অবৈধ ওয়াকিটকি পরিহার করে বিটিআরসি নীতিমালার আলোকে রেডিও ইকুইপমেন্ট ক্রয় এবং ব্যবহারের পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে ১৯৭৯ সালে অ্যামেচার রেডিওর যাত্রা শুরু হয়। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর এটি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে। বিটিআরসি হতে অদ্যাবধি ৮১৩ জনকে অ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষার মাধ্যমে কল-সাইন প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৫ জনের লাইসেন্স ও কল-সাইন প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

প্রথম দিকে অ্যামেচার রেডিওর কার্যক্রম শখের ভিত্তিতে ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও প্রথম বিশ্বযুদ্ধের পর এর ব্যবহার বৃদ্ধি পায়। ১৯২৫ সালে অ্যামেচার রেডিও অপারেটরদের জন্য আন্তর্জাতিক অ্যামেচার রেডিও ইউনিয়ন (আইএআরইউ) গঠিত হয় এবং প্রতি বছর ১৮ এপ্রিল আন্তর্জাতিক অ্যামেচার রেডিও দিবস পালন করা হয়।



আইসিটি সংবাদ এর আরও খবর

শেষ হলো বিডিজেএসও ২০২৫ এর রাজশাহী ও খুলনা আঞ্চলিক পর্ব শেষ হলো বিডিজেএসও ২০২৫ এর রাজশাহী ও খুলনা আঞ্চলিক পর্ব
চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২০২৫ এ দুইটি ব্রোঞ্জ পদক জিতলো বাংলাদেশ চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২০২৫ এ দুইটি ব্রোঞ্জ পদক জিতলো বাংলাদেশ
সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করলো রিয়েলমি বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করলো রিয়েলমি
মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন
বাজারে সিম্ফনি’র নতুন স্মার্টফোন ইনোভা ৪০ বাজারে সিম্ফনি’র নতুন স্মার্টফোন ইনোভা ৪০
মোমো কিস্তিতে ক্রেডিট কার্ড ছাড়াই ভিভো ওয়াই৪০০ কেনার সুযোগ মোমো কিস্তিতে ক্রেডিট কার্ড ছাড়াই ভিভো ওয়াই৪০০ কেনার সুযোগ
ফুডপ্যান্ডার ‘প্যান্ডাপ্রো উইক্স’: গ্রাহকদের জন্য ৩০ শতাংশ পর্যন্ত ছাড় ফুডপ্যান্ডার ‘প্যান্ডাপ্রো উইক্স’: গ্রাহকদের জন্য ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
রবি গ্রাহকদের চরকিতে “উৎসব” ও “তাণ্ডব” দেখার দারুণ সুযোগ রবি গ্রাহকদের চরকিতে “উৎসব” ও “তাণ্ডব” দেখার দারুণ সুযোগ
সোশ্যাল মিডিয়ায় চলছে ভিভো ওয়াই৪০০ ঝড় সোশ্যাল মিডিয়ায় চলছে ভিভো ওয়াই৪০০ ঝড়

আর্কাইভ

শেষ হলো বিডিজেএসও ২০২৫ এর রাজশাহী ও খুলনা আঞ্চলিক পর্ব
চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২০২৫ এ দুইটি ব্রোঞ্জ পদক জিতলো বাংলাদেশ
সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করলো রিয়েলমি
মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন
বাজারে সিম্ফনি’র নতুন স্মার্টফোন ইনোভা ৪০
মোমো কিস্তিতে ক্রেডিট কার্ড ছাড়াই ভিভো ওয়াই৪০০ কেনার সুযোগ
ফুডপ্যান্ডার ‘প্যান্ডাপ্রো উইক্স’: গ্রাহকদের জন্য ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
রবি গ্রাহকদের চরকিতে “উৎসব” ও “তাণ্ডব” দেখার দারুণ সুযোগ
সোশ্যাল মিডিয়ায় চলছে ভিভো ওয়াই৪০০ ঝড়