
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সোশ্যাল মিডিয়ায় চলছে ভিভো ওয়াই৪০০ ঝড়
সোশ্যাল মিডিয়ায় চলছে ভিভো ওয়াই৪০০ ঝড়
ভিভো ওয়াই৪০০-এর ফার্স্ট সেল শুরু হয়েছে গত ৬ আগস্ট, আর প্রথম দিনেই দেশের তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ওয়াই সিরিজের নতুন এই স্মার্টফোন। বিশেষ করে অ্যাডভেঞ্চারপ্রেমীরা ফোনটিকে দেখছেন আন্ডারওয়াটার ফটোগ্রাফির ট্রেন্ডসেটার হিসেবে।
প্রি-অর্ডার থেকেই গ্রাহকদের আগ্রহ চোখে পড়ার মতো ছিল। অনেকে আগে থেকেই বুকিং নিশ্চিত করেছেন, আবার অনেকে দোকানে গিয়ে সরাসরি কিনছেন ভিভো ওয়াই৪০০। অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই দারুণ রেসপন্স পাচ্ছে স্মার্টফোনটি। দেশব্যাপী ভিভোর যেকোনো অথোরাইজড শো-রুম এবং অফিসিয়াল ই-স্টোরে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৪০০।
আজকের তরুণরা অ্যাডভেঞ্চার পছন্দ করে, নতুন চ্যালেঞ্জকে তারা উপভোগ করে। তাদের এই অ্যাক্টিভ লাইফস্টাইলের জন্যই তৈরি হয়েছে ভিভো ওয়াই৪০০। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড করছে ভিভো ওয়াই৪০০ এর কন্টেন্ট। কেননা, আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড থাকায় কোনো রকম প্রোটেক্টিভ গিয়ার ছাড়াই পানির নিচেও ওয়াই৪০০ দিচ্ছে ক্লিয়ার ও পারফেক্ট শট। আর ওয়ান-ট্যাপ ওয়াটার ইজেকশন ফিচার থাকায় এক টাচেই বের করে দেয় ভেতরে জমে থাকা পানি। ভিভো ওয়াই৪০০- এ আইপি৬৮ এবং আইপি৬৯ দুটি রেটিং-ই থাকায় সবসময় দেয় রাফ এন্ড টাফ পারফরম্যান্স। শুধু ছিটেফোঁটা পানি বা ধুলোবালি নয়, ২ মিটার পানির নিচেও ৩০ মিনিট ডুবে থাকতে পারে ফোনটি। এমন টেকসই হওয়ায়, তরুণ অ্যাডভেঞ্চারপ্রেমীদের মধ্যে আন্ডারওয়াটার ফটোগ্রাফির মতো এক্সট্রিম এক্সপেরিয়েন্সগুলো নিতে তরুণরা বেশ পছন্দ করছে ফোনটি।
ভিভো ওয়াই৪০০ এর ফার্স্ট সেল এ আছে বেশ কিছু আকর্ষণীয় অফার যা চলবে ১২ আগস্ট পর্যন্ত। যেমন, মানা বে টিকেট কুপন যা ব্যবহার করে একটি টিকেট কিনলেই একটি টিকেট একদম ফ্রি, যেকোনো ওয়াটার ড্যামেজ হলে প্রথম ৬ মাসে একবার ফ্রি সার্ভিসের জন্য ইন্স্যুরেন্স সুবিধা। এছাড়াও, লাইফটাইম অফার হিসেবে যেকোনো সময় ভিভো ওয়াই৪০০কিনলেই পাওয়া যাবে রিরো এস৮০ পাওয়ার ব্যাংক ও ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল। মোমো কিস্তিতে ৮,৪০০ টাকা ডাউনপেমেন্টে ফোনটি কেনার সুযোগ থাকায় অনেকেই সহজেই কিনে নিচ্ছেন ফোনটি।
৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জের বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে’র আরও ব্রাইট ও ক্লিয়ার ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সে মুগ্ধ সবাই। এছাড়াও এর ফ্ল্যাট-ফ্রেম ইউনিবডি ডিজাইনের জন্যও প্রশংসায় ভাসছে ওয়াই৪০০। পাওয়া যাচ্ছে ডাইনামিক গ্রিন ও পার্ল হোয়াইট দুটি কালার অপশনে। এটি ৬০০০ হাজার এমএএইচ এর ব্লুভোল্ট ব্যাটারি, ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জিং এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশনপ্রাপ্ত শক্তিশালী কম্প্যাক্ট একটি ফোন।