
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনলাইন বা অফলাইন সবসময় নিরাপত্তার জন্য ‘পাঠাও কানেক্ট’
অনলাইন বা অফলাইন সবসময় নিরাপত্তার জন্য ‘পাঠাও কানেক্ট’
রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও, এবার নিয়ে এলো আরও বেশি নিরাপত্তা। অফলাইন রাইডের ঝুঁকি নিয়ে প্রতিদিনই আমরা শুনছি নানা ঘটনা। ফোনে চার্জ কম, ডেটা শেষ বা শুধু বাটন ফোন আছে, এমন পরিস্থিতিতে আমরা অনেকেই হুট করে হাতের কাছে থাকা রাইড নিয়ে ফেলি। ভাড়া নিয়ে কথা বলে, রাইডে উঠি, আর ধরে নিই গন্তব্যে ঠিকঠাক পৌঁছাতে পারবো। কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় সমস্যা। অ্যাপের বাইরে হওয়া এসব রাইডে নেই কোনো ট্র্যাকিং, নেই রাইডার ও ইউজারের তথ্য, এমনকি নেই নিরাপত্তার আশ্বাস।
বর্তমানে প্রতিদিনের ৬০% এর বেশি বাইক রাইড অ্যাপের বাইরে হচ্ছে, যেখানে ইউজারদের কোনো যাচাই-বাছাই ছাড়াই ভরসা করতে হয় রাইডারের ওপর। এমন অবস্থায় ইউজার ও রাইডার উভয়ের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। ঠিক এই সমস্যা সমাধান করতে পাঠাও নিয়ে এসেছে পাঠাও কানেক্ট, যা অফলাইন রাইডকেও অনলাইনের মতো সুরক্ষিত করে তোলে।
এই ফিচার স্মার্টফোন বা ডেটা না থাকলেও অফলাইনে রাইডের নিরাপত্তা নিশ্চিত করে। ইউজার ও রাইডার কেউ একজন শুধু অ্যাপে নির্ধারিত কোড বা ফোন নম্বর আর ওটিপি দিয়ে রাইড কানেক্ট করলেই, সেই রাইডটি পাঠাও-এর সিস্টেমে সংযুক্ত হয়ে যাবে। ফলে রাইডটি ট্র্যাক যোগ্য হয়, রাইডারের তথ্য সেইভ থাকে, এবং পাঠাও-এর সব নিরাপত্তামূলক ফিচার যেমন লাইভ লোকেশন শেয়ারিং, চালকের তথ্য, এমনকি বিনামূল্যে ট্রিপ সেফটি কভারেজও অ্যাকটিভ থাকে।
পাঠাও কানেক্ট অফলাইনের মতোই ফ্লেক্সিবল। আপনি ইউজারের সাথে সরাসরি ভাড়া ঠিক করতে পারবেন, ক্যাশে পেমেন্ট দিতে পারবেন, কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। অথচ সেই রাইডটি থাকবে সম্পূর্ণ নিরাপদ, ট্র্যাকযোগ্য এবং আপনার নিয়ন্ত্রণে। আবার পাঠাও কানেক্ট ব্যবহার করে রাইড করলে পাবেন পাঠাও পয়েন্টস। যা ভবিষ্যতের রাইডে ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া পাঠাও-এর নানা অফার ও বেনিফিটও পাবেন কানেক্ট করা রাইড ব্যবহার করলে।