সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ২৯, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত
৯৫ বার পঠিত
রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত

---দেশে প্রথমবারের মত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও)। প্রাথমিকের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান বিষয়ে আগ্রহী ও মনোযোগী করে তুলতে এই উদ্যোগের সূচনা। গত ২২ আগস্ট প্রায় দুইশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

এতে দেড় শতাধিক শিক্ষার্থী গণিত পরীক্ষায় অংশ নেয়। গণিত পরীক্ষা শেষে বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে অংশগ্রহন করে শতাধিক শিক্ষার্থী। অলিম্পিয়াডের দুটো বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় রোবট ও ড্রোন প্রদর্শনী।

এ আয়োজনে উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এর বাংলাদেশ কান্ট্রি লিড সারওয়াত রেজা, লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর মাসুদ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) এর প্রফেসর ড. ফারজানা আলম এবং পিয়ারসন-এর বাংলাদেশ আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস সিগমা।

জাতীয় পর্বে মোট বিজয়ী হয় ৫২ জন। গণিত বিষয়ে বিজয়ী হয় ২৬ জন, তন্মধ্যে স্বর্ণ ৪টি, রৌপ্য  ৯টি ও ব্রোঞ্জ ১৩টি। অপরদিকে বিজ্ঞান বিষয়ে বিজয়ী হয় ২৬ জন, তন্মধ্যে স্বর্ণ ৫টি, রৌপ্য ৯টি ও ব্রোঞ্জ ১২টি। সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোঃ নাবি হোসেন গণিত বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করে। অন্যদিকে বিজ্ঞান বিষয়ে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করে লাইটহাউজ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ আয়ান ঈসা।

জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে ন্যাশনাল ক্যাম্প ও টিম সিলেকশন টেস্ট। এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রতিটি বিষয়ে ৬ জন করে বাছাই করা হবে অর্থাৎ গণিত বিষয়ে ৬জন এবং বিজ্ঞান বিষয়ে ৬জন, যারা অংশ নেবে ২২তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (আইএমএসও)-তে। আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি ৪-১০ অক্টোবর মালয়েশিয়ার কেদাহ প্রদেশে অনুষ্ঠিত হবে, যেখানে ২৩টি দেশ থেকে প্রায় তিনশো শিক্ষার্থী অংশ নেবে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) যৌথভাবে এ অলিম্পিয়াড আয়োজন করে। অলিম্পিয়াডের সহযোগী হিসেবে রয়েছে ম্যাসলাব, টেমস একাডেমি ও রিফ্লেক্টিভ টিন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ই-কমার্স হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ইঞ্জিন: প্রয়োজন সহায়ক নীতি
ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট
বাজারে শাওমি’র নতুন স্মার্টফোন রেডমি ১৫সি
৭৫% সিএফও মনে করেন এআই এজেন্ট প্রতিষ্ঠানের আয় বাড়াবে: সেলসফোর্সের গবেষণা
সেরা তিন রাইডারকে ওমরাহ’য় পাঠাচ্ছে ফুডপ্যান্ডা
বিকাশ অ্যাপে কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
গিনেস রেকর্ডে নাম লেখালো ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস
বাংলাদেশে টেকনো’র মেগাবুক কে১৫এস ল্যাপটপ
দেশের বাজারে অনার নিয়ে এলো ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৫’
ফোর্বস এশিয়ার ১০০ টু ওয়াচ-এ পাঠাও