
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সেবা এক্সওয়াইজেড’র সেবায় ১০% ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা
সেবা এক্সওয়াইজেড’র সেবায় ১০% ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা
সেবা এক্সওয়াইজেড’র এসি সার্ভিসিং, লন্ড্রি, বিউটি হোম সার্ভিস, গাড়ি ধোয়া এবং বাড়ি বা অফিস স্থানান্তর সহ ১৫০টির বেশি সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন রবির এলিট গ্রাহকরা। এজন্য সম্প্রতি কোম্পানিটির সাথে একটি চুক্তি সই করেছে রবি এলিট। প্রতি মাসে একটি প্রোমো কোড ব্যবহার করে ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা যা প্রতিমাসে তিন বার ব্যবহার করা যাবে। এভাবে প্রতি বছর ১০ হাজার ৮শ’ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন তারা।
অফারটি পেতে গ্রাহকরা বিনামূল্যে ১২১৩ নম্বরে REW ELITEXYZ লিখে এসএমএস পাঠাতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় অফারটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির কাস্টমার ভ্যালু সলিউশনের ডিরেক্টর মানিক লাল দাস; সেবা এক্সওয়াইজেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমার্শিয়ালের এভিপি নুদরাত নাওয়ার নদী, কর্পোরেট সেলস-এর ম্যানেজার ফয়সাল ইবনে ইসলাম এবং কর্পোরেট সেলস-এর ম্যানেজার তানভীর মতিন চৌধুরী।