
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শেষ হল বিডিজেএসও ২০২৫ এর আঞ্চলিক পর্ব
শেষ হল বিডিজেএসও ২০২৫ এর আঞ্চলিক পর্ব
নেত্রকোনা ও চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের অংশগগ্রহণের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) ২০২৫ এর আঞ্চলিক পর্ব। মোট ৬টি আঞ্চলিক অলিম্পিয়াডের শেষ ধাপে গত ২৯ ও ৩০ আগস্ট নেত্রকোনা ও চট্টগ্রাম অঞ্চলের সহস্রাধিক শিক্ষার্থী দুটি পৃথক আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।
এর আগে প্রথম ধাপে খুলনা ও রাজশাহী এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় এ বছরের বিডিজেএসও এর আঞ্চলিক পর্ব।
২৯ আগস্ট অনুষ্ঠিত নেত্রকোনা আঞ্চলিক পর্বে দত্ত উচ্চ বিদ্যালয়ে অংশগ্রহণ করে ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার নির্বাচিত তিন শতাধিক শিক্ষার্থী। অন্যদিকে ৩০ আগস্ট চট্টগ্রাম আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার প্রায় চার শতাধিক শিক্ষার্থী।
বিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নিবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও) এর বাংলাদেশ দল।
বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।