
সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টেলিকম সংযোগ শক্তিশালী করতে একসাথে কাজ করবে গ্রামীণফোন, টেলিটক ও ইডটকো
টেলিকম সংযোগ শক্তিশালী করতে একসাথে কাজ করবে গ্রামীণফোন, টেলিটক ও ইডটকো
দেশব্যাপী টেলিকম সংযোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি অবকাঠামো শেয়ারিং চুক্তি স্বাক্ষর করেছে টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এবং শীর্ষ টাওয়ার কোম্পানি ইডটকো। এই পদক্ষেপ দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে।
এই সহযোগিতার আওতায় গ্রামীণফোন ও টেলিটক উভয় কোম্পানিকে অবকাঠামোগত সহায়তা প্রদান করবে ইডটকো, যার মাধ্যমে সারাদেশে নেটওয়ার্ক কভারেজ প্রসারিত করতে পারবে তারা। একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে কোম্পানি দুটির পরিচালন, নেটওয়ার্কের দক্ষতা, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ সহ কোটি কোটি গ্রাহকের সেবার মান উন্নত হবে; পাশাপাশি আরো সহজলভ্য হবে তাদের সেবা।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক সম্প্রতি নিজ নিজ পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, টেলিটকের ডেপুটি জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যান্ড করপোরেট রিলেশন) এস. এম. লুৎফুল্লাহিল মজিদ এবং ইডটকো বাংলাদেশের কি অ্যাকাউন্ট ম্যানেজার কাজী অয়ন আদনান সহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।