
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এশিয়া স্মার্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫ এ বাংলাদেশের আইসিটি খাতের সফলতা
এশিয়া স্মার্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫ এ বাংলাদেশের আইসিটি খাতের সফলতা
গত ১৫ ও ১৬ অক্টোবর ওয়ারলেস টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, হংকং কর্তৃক আয়োজন করা হয় এশিয়া স্মার্ট ইনভেশন অ্যাওয়ার্ড ২০২৫। হংকংয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন দেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতের ব্যক্তিবর্গ, আইসিটি খাতের সেরা স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করে।
এ আয়োজনের উদ্দেশ্য ছিলো এশিয়া জুড়ে উদ্ভাবনী, স্মার্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উদ্যোগগুলোকে স্বীকৃতি দেয়া, আঞ্চলিক স্টার্টআপ ও প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের জন্য তাদের কাজ প্রদর্শনের প্ল্যাটফর্ম তৈরি করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তি সমৃদ্ধ ব্যবসায়িক সম্প্রসারণে সহায়তা করা। এই উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, এআর/ভিআর সহ পরবর্তী প্রজন্মের ডিজিটাল প্রযুক্তি গ্রহণে উৎসাহ প্রদান করে।
বেসিস প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ ্খান এই অনুষ্ঠানে বিচারক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ফাইনাল জাজিং, অর্গানাইজেশন ভিজিট, সামিট এবং অ্যাওয়ার্ড প্রদান সহ বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
এবারের এশিয়া স্মার্ট ইনোভেশন অ্যাওয়ার্ডসে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয, ক্যাটাগরিগুলো হচ্ছে- পাবলিক সেক্টর অ্যান্ড সোশ্যাল ইনোভেশন, বিজনেস অ্যান্ড কমার্শিয়াল এবং লাইফস্টাইল অ্যান্ড কালচার। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বেসিসের সদস্য ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে কাজ সফটওয়্যার লিমিটেড ‘লাইফস্টাইল অ্যান্ড কালচার’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে।