সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ৪, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৫ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা হবে না - আইটিইউ মহাসচিব
প্রথম পাতা » আইসিটি আপডেট » ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা হবে না - আইটিইউ মহাসচিব
৬১৯ বার পঠিত
বুধবার ● ৫ ডিসেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা হবে না - আইটিইউ মহাসচিব

ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করা হবে না - আইটিইউ মহাসচিবইন্টারনেটের স্বাধীনতা ক্ষুণ্ন করা হবে না। নিয়ন্ত্রণও করা হবে না এটি। দুবাইয়ে গত সোমবার আইটিইউ সম্মেলন শুরুর দিনে এভাবেই সবাইকে আশ্বস্ত করেন সংস্থাটির মহাসচিব হামাদন তোরে। খবর এএফপির।
শুরুর দিন তোরে বলেন, এ সম্মেলন নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন, যার কোনো ভিত্তি নেই। সম্মেলনটিকে আক্রমণ করার জন্য এটি খুবই সস্তা পদ্ধতি। এর আগে তিনি সম্মেলন শুরুর অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জানান, ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে কোনো ধরনের আলোচনা এ সম্মেলনে হবে না। তার বক্তব্য অনুযায়ী, কোনো কিছুই মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করতে পারবে না এবং এ সম্মেলনেও এ ধরনের কোনো চেষ্টা করা হবে না।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্বোধনী বক্তব্যে এ সম্মেলন শুরু হয়। তথ্যপ্রযুক্তির প্রসারতায় এ সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন তিনি। তার ভাষায়, সম্মেলনের মূল উদ্দেশ্য বিশ্বের সবাইকে তথ্যপ্রযুক্তি প্রসারের সুবিধা দেয়া। বর্তমানে বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে না। এ অবস্থায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, যাতে সাইবার জগতে সবাই প্রবেশাধিকার পায়।
সম্মেলন শুরুর আগে থেকেই ইন্টারনেট নিয়ন্ত্রণের বিপক্ষে অবস্থান নিয়েছিল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সম্মেলনে গুগলের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা শাখার মত প্রকাশবিষয়ক বিভাগের প্রধান বিল একিনসন গত শুক্রবার এক বিবৃতিতে জানান, বেশকিছু দেশ ইন্টারনেটের স্বাধীনতা হরণ করতে চায়।
সার্চ ইঞ্জিন জায়ান্টটি একই সঙ্গে জানিয়েছিল, ইন্টারনেটের বিষয়ে আলোচনার জন্য আইটিইউ উপযুক্ত জায়গা নয়। কেবল সরকারই আইটিইউতে ভোট দিতে পারে। ইন্টারনেটের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের মতামত প্রয়োজন।
জেনেভাভিত্তিক আইটিইউর মহাসচিব তোরে বলেন, কেবল ঐকমত্যের ভিত্তিতে আইটিইউতে যেকোনো সিদ্ধান্ত নেয়া হবে। কোনো ধরনের ভোটাভুটি হবে না।
গত সোমবার শুরু হওয়া এ সম্মেলন আগামী ১৪ তারিখ শেষ হবে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য আইডিয়া প্রকল্পের সার্টিফিকেট কোর্স
বিটিআরসিতে ডিজিটাল সেবার প্রদর্শনী
ফাইবার এট হোম-কে ১৫ বছরের জন্য লাইসেন্স নবায়ন করল বিটিআরসি
ইনোভেশন হাব থেকে বের হবে ইউনিকর্ন স্টার্টআপ
বিকাশ পেমেন্টের মাধ্যমে গোল্ড কিনে সঞ্চয় করা যাচ্ছে ‘গোল্ড কিনেন’ অ্যাপে
বিসিএস এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
কর্মক্ষমতা বৃদ্ধি, নতুন আয়ের উৎস তৈরি এবং দক্ষতা বাড়াতে ভূমিকা রাখছে মোবাইল সংযোগ
কাউন্টার পয়েন্ট রিসার্চের মতে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
এশিয়া-প্যাসিফিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী কোম্পানির তালিকায় ষষ্ঠ স্থানে ইনফিনিক্স
এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে সেরার স্বীকৃতি পেল আইফার্মার