 
  রবিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » পারস্পরিক বৈরিতায় ফেসবুক-গুগল
পারস্পরিক বৈরিতায় ফেসবুক-গুগল
 শীর্ষ সামাজিক সাইট ফেসবুক ও সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সম্পর্ককে খুব একটা ভালো বলা যাবে না। এ দুই প্রতিষ্ঠান পরস্পরের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতিতে নেই। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক সাক্ষাত্কারে এ কথা বলেন। খবর ম্যাশেবলের।
শীর্ষ সামাজিক সাইট ফেসবুক ও সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সম্পর্ককে খুব একটা ভালো বলা যাবে না। এ দুই প্রতিষ্ঠান পরস্পরের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতিতে নেই। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক সাক্ষাত্কারে এ কথা বলেন। খবর ম্যাশেবলের।
অ্যাপলের আইওএস৬ অপারেটিং সিস্টেমে এখন ফেসবুক ব্যবহারের সুবিধা যোগ করা হয়েছে। এ সম্পর্কে জাকারবার্গ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এর ফলে ব্যবহারকারীরা নিরাপদে ফেসবুক ব্যবহার করতে পারবেন। সাক্ষাত্কারে অ্যাপলের সঙ্গে ফেসবুকের উষ্ণ সম্পর্কের কথা বলেন জাকারবার্গ। তার ভাষায়, ‘দীর্ঘদিন ধরে অ্যাপল আমাদের ভালো একটি অংশীদার হিসেবে কাজ করছে।’
এরপরই তিনি গুগল সম্পর্কে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘গুগলের সঙ্গে আমাদের এমন কোনো সম্পর্ক নেই, যাতে আমরা পরস্পরের সঙ্গে কথা বলতে পারি।’
এর আগে চলতি মাসের শুরুতে ওয়্যারডে এক সাক্ষাত্কার দিয়েছিলেন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ। সে সময় তিনি ফেসবুক সম্পর্কে কটু কথা বলেন। তার ভাষায়, ফেসবুকের সেবাগুলো ভালো হলেও এগুলো ভালো কাজে লাগাতে পারছে না তারা।
বর্তমানে অনলাইন বিজ্ঞাপন বাজার দখলে গুগল ও ফেসবুকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। সম্প্রতি ফেসবুক সার্চের নতুন সুবিধা গ্রাফ সার্চ চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সার্চের নতুন এক জগত্ খুঁজে পাবেন বলে জানিয়েছে ফেসবুক। সার্চের ব্যবসায় বর্তমানে একচেটিয়া আধিপত্য করছে গুগল। ফেসবুক ও গুগলের আয়ের সিংহভাগ অর্থই আসে বিজ্ঞাপন ব্যবসা থেকে। - এসবিবি





 ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
    ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে     ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
    ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার     রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
    রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা     ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
    ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস     বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
    বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড     সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
    সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি     পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
    পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম     
  
  
  
  
  
 