 
  সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিআইইউ ‘তে মাল্টিমিডিয়া টেকনোলজি এন্ড ক্রিয়েটিভ আর্টস ডিপার্টমেন্টের বর্ষপূর্তি উদযাপন
ডিআইইউ ‘তে মাল্টিমিডিয়া টেকনোলজি এন্ড ক্রিয়েটিভ আর্টস ডিপার্টমেন্টের বর্ষপূর্তি উদযাপন
ড্যাফোডিল ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি’তে দেশের প্রথম এবং একমাত্র  চালু হওয়া “মাল্টিমিডিয়া টেকনোলজি এন্ড ক্রিয়েটিভ আর্টস” ডিপার্টমেন্টের বর্ষপূর্তি অনুষ্ঠান গতকাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান। তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির এ যুগে ‘‘বিএসসি ইন মাল্টিমিডিয়া টেকনোলজি এন্ড ক্রিয়েটিভ আর্টস”অত্যন্ত গুরুত্বপূর্ন ও সময়োপযোগি একটি বিষয়।
তিনি  আরো বলেন, “ডিজিটাল বাংলাদেশ” কর্মসূচী আজ বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে।  শহর গ্রাম গঞ্জে সর্বত্রই এখন অডিও, ভিডিও, গ্রাফিক্স ও এনিমেশনের সমন্বয়ে মোবাইল ফোনে,এম পি থ্রি, ল্যাপটপে ও কম্পিউটারে মাল্টিমিডিয়ার ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। বাংলাদেশে এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই এ পেশার যথেষ্ট চাহিদা ও সম্ভাবনা রয়েছে।
বিভাগীয় প্রধান মোঃ জায়েদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সৃজনশীল চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী, অভিনেতা মোশারফ করিম, অভিনেত্রী জুই করিম, বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ডঃ সৈয়দ আকতার হোসেন। এ উপলক্ষ্যে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহনে গ্রাফিক্স ডিজাইন ও আর্ট প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





 ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
    ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে     ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
    ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার     রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
    রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা     ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
    ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস     বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
    বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড     সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
    সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি     পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
    পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম     
  
  
  
  
  
 