সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » অ্যালকাটেলের প্রধান নির্বাহীর পদত্যাগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » অ্যালকাটেলের প্রধান নির্বাহীর পদত্যাগ
৫৯১ বার পঠিত
শনিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অ্যালকাটেলের প্রধান নির্বাহীর পদত্যাগ

অ্যালকাটেলের প্রধান নির্বাহীর পদত্যাগফ্রান্সের টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান অ্যালকাটেল লুসেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ভেরওয়ায়েন পদত্যাগ করেছেন। দায়িত্ব নেয়ার চার বছরেও কোম্পানিটিকে মুনাফার ধারায় ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করলেন তিনি। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। খবর এএফপির।
বিবৃতিতে ভেরওয়ায়েন বলেন, ‘পদত্যাগ করার জন্য এ সময়টিই আমার কাছে যথোপযুক্ত মনে হয়েছে। অ্যালকাটেল লুসেন্টে এখন নতুন নেতৃত্বের প্রয়োজন।’ তার পদত্যাগের খবরের পর অ্যালকাটেল লুসেন্টের শেয়ারের দাম গত বৃহস্পতিবার ৭ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়।
ভেরওয়ায়েনের উত্তরসূরি কে হবেন, এ বিষয়ে এখনো অ্যালকাটেল লুসেন্টের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে নতুন কাউকে নিয়োগ দেয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন ভেরওয়ায়েন। সিইও হিসেবে কোম্পানির ভেতর ও বাইরে দুই জায়গায়ই প্রার্থী খোঁজা হচ্ছে বলে জানিয়েছে অ্যালকাটেল।
গত বছর সব মিলিয়ে ১৩৭ কোটি পাউন্ড লোকসান দেয় অ্যালকাটেল লুসেন্ট। এর পরই পদত্যাগের ঘোষণা দিলেন ভেরওয়ায়েন। অথচ ২০১১ সালেও প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ১১০ কোটি ডলার।
২০০৮ সালে অ্যালকাটেল লুসেন্টে প্যাট্রিসিয়া রুশোর স্থলাভিষিক্ত হন। রুশো ও ফ্রান্সের সার্জি চুরুকের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের লুসেন্ট ও ফ্রান্সের অ্যালকাটেল একীভূত হয়। সে সময় এ দুই প্রতিষ্ঠানের ব্যয় হয়েছিল ১ হাজার ১৬০ কোটি ডলার। ২০০৬ সালে এ একীভূতকরণের পর অ্যালকাটেল লুসেন্ট কয়েকশ কোটি ডলার লোকসান দেয়। লোকসান থেকে কোম্পানিটিকে লাভের ধারায় ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হয়েছিল ভেরওয়ায়েনকে।
বিশ্বের বিভিন্ন টেলিকম অপারেটরের কাছে যন্ত্রাংশ সরবরাহ করে অ্যালকাটেল লুসেন্ট। সুইডেনের এরিকসন, চীনের হুয়াউই ও নকিয়া সিমেন্স নেটওয়ার্কের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ক্রমেই পিছিয়ে পড়ছে এ প্রতিষ্ঠানটি।
ফ্রাঙ্কো-আমেরিকান এ প্রতিষ্ঠান বর্তমানে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এতে কোম্পানিটির ব্যয় হচ্ছে ১২৫ কোটি ডলার এবং এতে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী ছাঁটাই করা হবে।
শুরুতে দায়িত্ব নেয়ার সময় ব্যাপক প্রশংসা পেয়েছিলেন ভেরওয়ায়েন। সে সময় বিটি গ্রুপে দায়িত্বরত ছিলেন তিনি। প্রায় একক প্রচেষ্টায় কোম্পানিটিকে ব্যাপক সাফল্য এনে দেন তিনি। কিন্তু অ্যালকাটেল লুসেন্টে বিষয়টি ততটা সহজ হয়নি তার জন্য। এখানে বিষয়গুলো তার জন্য আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। অ্যালকাটেল লুসেন্টের বিক্রি গত বছর আগের বছরের চেয়ে ৫ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৪৪০ কোটি পাউন্ডে দাঁড়ায়। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ক্রমেই কমছে।
২০১১ সালে কোম্পানিটি ৩ দশমিক ৯ শতাংশ অপারেটিং মার্জিন ছিল। অর্থাৎ প্রতি ডলার বিক্রির বিপরীতে প্রতিষ্ঠানটির লাভ ছিল দশমিক শূন্য ৩৯ সেন্ট। গত বছর অপারেটিং মার্জিন আরো বাড়ানোর লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু বছরের মাঝে এটি বাদ দেয় প্রতিষ্ঠানটি। এতে প্রতিষ্ঠানটির গত বছর অপারেটিং মার্জিন কমে দাঁড়ায় মাত্র ২ দশমিক ৯ শতাংশ।



প্রধান সংবাদ এর আরও খবর

রিয়েলমি সি৭৫এক্স স্মার্টফোনের বৈশিষ্ট্য রিয়েলমি সি৭৫এক্স স্মার্টফোনের বৈশিষ্ট্য
গ্রাহকদের পছন্দের তালিকায় ভিভো ভি৫০ লাইট গ্রাহকদের পছন্দের তালিকায় ভিভো ভি৫০ লাইট
গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং
মেরিটাইম ইন্ড্রাস্টিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে এমওইউ স্বাক্ষর মেরিটাইম ইন্ড্রাস্টিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে এমওইউ স্বাক্ষর
বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
শেষ হলো দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা শেষ হলো দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা
নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি
বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে

আর্কাইভ

রিয়েলমি সি৭৫এক্স স্মার্টফোনের বৈশিষ্ট্য
গ্রাহকদের পছন্দের তালিকায় ভিভো ভি৫০ লাইট
গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং
মেরিটাইম ইন্ড্রাস্টিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে এমওইউ স্বাক্ষর
বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
শেষ হলো দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা
নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি
বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে