সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনলাইন লেনদেন এবং নিরাপত্তা নিয়ে আলোচনা
অনলাইন লেনদেন এবং নিরাপত্তা নিয়ে আলোচনা

(আইসিটি নিউজ ডেস্ক) অনলাইন ব্যাংকিং এবং ই-বাণিজ্যের (ই-কমার্স) ক্ষেত্রে অনলাইন লেনদেন এবং এর নিরাপত্তা এখন বেশ আলোচিত বিষয়। এ বিষয়টি নিয়ে জাতীয় প্রেসক্লাবে গত শনিবার ‘অনলাইন লেনদেন নিরাপত্তা’ শিরোনামে একটি গোলটেবিল বৈঠক হয়েছে। এর আয়োজন করে সিটিও ফোরাম বাংলাদেশ।
গোলটেবিল বৈঠকের সঞ্চালক সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, ‘বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উন্নয়নের হার আশাতীত হারে বাড়ছে। কিন্তু যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে, তারা এই ক্ষেত্রে যথেষ্ট ঝুঁকিতে রয়েছে।
এ ব্যাপারে সচেতনতা বাড়ানো এবং ই-ব্যাংকিং নিরাপত্তাসহ সহজলভ্য নিরাপদ নেটওয়ার্ক এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কাজ করে যাচ্ছে সিটিও ফোরাম বাংলাদেশ।’ খবর বিজ্ঞপ্তির।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা জানান, ‘বাংলাদেশ ব্যাংক ডিজিটাল বাংলাদেশ গঠনে ইতিমধ্যে অনলাইন লেনদেনের অনুকূলে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহামেদ বলেন, ‘সরকারের রূপরেখা ২০২১ ঘোষণা এবং তা পূরণের জন্য ই-সেবা নিশ্চিত করার কাজ প্রশংসার দাবিদার কিন্তু নিরাপত্তার বিষয়টিতে এখনো পিছিয়ে আছে। তাই আইসিটি মন্ত্রণালয়ে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশে অনলাইন লেনদেনের ঝুঁকি মোকাবিলা এবং নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন ক্যাসপারিস্কির পরিবেশক অফিস এক্সট্রাক্টের নির্বাহী প্রধান প্রবীর সরকার। বৈঠকে আলোচনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবীর বিন আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, এফবিসিসিআইয়ের পরিচালক সাফকত হায়দার, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, এবং বিডব্লিউআইটির সহসভাপতি সোনিয়া বশির কবীর।





১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম