 
  বুধবার ● ২৯ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » মানুষের প্রয়োজনে প্রযুক্তির ব্যবহার করতে হবে
মানুষের প্রয়োজনে প্রযুক্তির ব্যবহার করতে হবে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচিব নজরুল ইসলাম খান বলেছেন, মানুষের প্রয়োজনে ও কল্যাণে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য সুলভে ও সহজে প্রযুক্তির পণ্য প্রাপ্তি নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তির নতুন নতুন ব্যবহার করে মানুষকে প্রযুক্তি নিয়ে আগ্রহী করে তুলতে হবে।
তথ্য ও প্রযুক্তির অবাধ ব্যবহারের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন, দারিদ্র দূরীকরণ ও দেশের অগ্রগতি নিশ্চিত করতে হবে। তিনি আজ শনিবার ২৫ মে বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনের নব নির্মিত অডিটোরিয়ামে দুদিন ব্যাপী ‘অপটিমাইজেশন অপ দ্যা ইউজ অফ কম্পিউটার এন্ড রিসোর্সেস’ শীর্ষক প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বিসিসি’র নির্বাহী পরিচালক এসএম আশফাক হুসেনের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহছানুল জব্বার, বিসিসি’র পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. আমিন, পরিচালক (সিস্টেম) জাভেদ আলী সরকার প্রমুখ।
সমাপণী দিনের প্রশিক্ষণে বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক বিসিসির বেসিক আইসিটি প্রোগ্রামের সহাকারী প্রোগ্রামার (এপি), বাংলা গভ.নেট প্রকল্পের সহকারী প্রোগ্রামার (এপি) সহ আইসিটি মন্ত্রণালয় ও বিসিসি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন অডিটোরিয়াম উদ্বোধন উপলক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।





 ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
    ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে     ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
    ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার     রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
    রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা     ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
    ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস     বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
    বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড     সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
    সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি     পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
    পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম     
  
  
  
  
  
 