 
  শুক্রবার ● ৩১ মে ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফ্লিকারে এক টেরাবাইট স্টোরেজ
ফ্লিকারে এক টেরাবাইট স্টোরেজ
 সময়টা অনলাইন স্টোরেজের। গুগল, মাইক্রোসফট, অ্যাপলসহ বড় বড় সব প্রতিষ্ঠানই এখন অনলাইন স্টোরেজ অফার করছে গ্রাহকদের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই বিনামূল্যে এখন ৫ গিগাবাইট থেকে শুরু করে ১৫ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়। তবে এসব অনলাইন স্টোরেজের সবগুলোকে টেক্কা দিয়ে এবারে বিনামূল্যে এক টেরাবাইটের বিশাল স্টোরেজ অফার করেছে ইয়াহু’র ফটো শেয়ারিং ওয়েবসাইট ফ্লিকার। হ্যাঁ, সত্যি সত্যিই এই অবিশ্বাস্য অফার নিয়েই হাজির হয়েছে ফ্লিকার।
সময়টা অনলাইন স্টোরেজের। গুগল, মাইক্রোসফট, অ্যাপলসহ বড় বড় সব প্রতিষ্ঠানই এখন অনলাইন স্টোরেজ অফার করছে গ্রাহকদের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই বিনামূল্যে এখন ৫ গিগাবাইট থেকে শুরু করে ১৫ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়। তবে এসব অনলাইন স্টোরেজের সবগুলোকে টেক্কা দিয়ে এবারে বিনামূল্যে এক টেরাবাইটের বিশাল স্টোরেজ অফার করেছে ইয়াহু’র ফটো শেয়ারিং ওয়েবসাইট ফ্লিকার। হ্যাঁ, সত্যি সত্যিই এই অবিশ্বাস্য অফার নিয়েই হাজির হয়েছে ফ্লিকার।
ফটো শেয়ারিং ওয়েবসাইট হিসেবে ফ্লিকার এমনিতেই জনপ্রিয় বিশ্বব্যাপী। তবে এতে স্বাভাবিক অবস্থায় ছবি প্রদর্শিত হত কেবল বর্গাকৃতির থাম্বনেইলে। ফলে বিভিন্ন আকৃতির ছবিকেও কেবল বর্গাকৃতি ঘরেই প্রদর্শন করা যেত। আর ফ্লিকারে আপলোড করা সর্বশেষ ২০০টি ছবিই কেবল প্রদর্শনের ব্যবস্থা ছিল ফ্লিকারে। ছবির সংখ্যার সীমাবদ্ধতা দূর করতে বছরে ২৫ ডলার ছিল সাবস্ক্রিপশন ফি। এই সীমাবদ্ধতাগুলোই ফ্লিকারকে জনপ্রিয়তার শীর্ষে ওঠা ব্যাহত করছে বলেই অভিমত বিশ্লেষকদের। তাই এই সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠতেই এবারে নতুন রূপে ফ্লিকারকে নিয়ে এসেছে ইয়াহু। বেশ নিরবেই তারা ফ্লিকারে যোগ করেছে এক টেরাবাইটের বিশাল স্টোরেজ। যার অর্থ সাড়ে ছয় মেগাপিক্সেল আকৃতির প্রায় সাড়ে পাঁচ লক্ষ ছবি এখন সংরক্ষণ ও শেয়ার করা যাবে ফ্লিকারে।
স্টোরেজের এই বিশালতার সাথে সাথে ফ্লিকারের ইন্টারফেসেও আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। এখন ফ্লিকারের মূল ইন্টারফেসে রয়েছে ওয়াল-টু-ওয়াল ছবি প্রদর্শনের সুবিধা। এর ফলে আগের মতো বর্গাকৃতির থাম্বনেইলে ছবি প্রদর্শনের বাধ্যবাধকতা নেই। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এখন থেকে পূর্ণ রেজ্যুলেশনের ছবিই আপলোড করা যাবে ফ্লিকারে। আর সেগুলোকে শেয়ারও করা যাবে সব বন্ধুদের সাথে। শুধু তাই নয়, প্যানারোমিক ডিসপ্লে প্রদর্শনও করা যাবে এখন ফ্লিকারে। আর ফ্লিকারে কোনো ছবি আপলোড করার পর যেকোনো প্ল্যাটফর্মের ডিভাইস থেকেই অ্যাকসেস করা যাবে এসব ছবিতে। স্মার্টফোন, ট্যাবলেট পিসি, ডেস্কটপ কিংবা ল্যাপটপ ফ্লিকার সবার জন্যই উন্মুক্ত থাকবে।





 ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
    ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে     ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
    ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার     রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
    রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা     ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
    ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস     বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
    বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড     সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
    সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি     পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
    পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম     
  
  
  
  
  
 