সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ২৯ জুন ২০১৩
প্রথম পাতা » নিউজ আপডেট » জাপা এককভাবে লড়বে আগামী সব নির্বাচনে
প্রথম পাতা » নিউজ আপডেট » জাপা এককভাবে লড়বে আগামী সব নির্বাচনে
৫২৭ বার পঠিত
শনিবার ● ২৯ জুন ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাপা এককভাবে লড়বে আগামী সব নির্বাচনে

 ershad-bg20130629061347.jpg

মহাজোটে থেকেও দীর্ঘদিন ধরে দিন ধরে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ একটা ঘোষণা দিয়ে যাচ্ছিলেন। আর তা হলো জাপা এককভাবে লড়বে আগামী সব নির্বাচনে। শনিবার বিকেলেও সে কথারই পুনরাবৃত্তি করলেন এরশাদ।

রাজধানীর বনানী মাঠে বৃহত্তর ঢাকা জেলা জাতীয় পার্টির কর্মী সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কার্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে জাপার সমর্থন দেওয়া নিয়ে বৈঠকের দু’দিনের মাথায় এরশাদ এমন ঘোষণা দিলেন।

এরশাদ বলেন, “আমি একজন বিচারপতি চেয়েছিলাম, দেন নি। প্রতি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছেন- জাতীয় পার্টির কথা মনে রাখেন নি। এখন আপনারা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সমর্থন চান। আমরা আপনাদের সঙ্গে নেই। আমরা এককভাবে নির্বাচন করবো।”

তিনি বলেন, “ক্ষমতা ছাড়তে আপনারা ভয় পান কেন? আপনাদের বাড়িতে আগুন জ্বলবে। গুলি খেতে হবে, মরতে হবে। এ কালচার আপনারাই তৈরি করেছেন।”

এরশাদ বলেন, “নির্বাচন দিতে ভয় পান। সেদিন শেষ। নির্বাচন দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন- তত্ত্বাবধায়ক এলে দু’জনকেই জেলে যেতে হবে। আমাকে যখন জেলে নেওয়া হয় তখন তো কেউ প্রতিবাদ করেন নি। আগে জাতীয় পার্টি ছিলো না। এখন জাতীয় পার্টির দাম বেড়েছে। প্রতিহিংসার রাজনীতি জাপা না আসা পর্যন্ত চলবে। আমরা এখন ক্ষমতার দ্বারপ্রান্তে।”

প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আরো বক্তৃতা করেন- রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গোলাম মোহাম্মদ কাদের প্রমুখ।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রিয়েলমি সি৭৫এক্স স্মার্টফোনের বৈশিষ্ট্য
গ্রাহকদের পছন্দের তালিকায় ভিভো ভি৫০ লাইট
গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং
মেরিটাইম ইন্ড্রাস্টিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে এমওইউ স্বাক্ষর
বাংলাদেশে ‘আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ ২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
শেষ হলো দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা
নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি
বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে