সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২৩ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ২০২০ সালে ৫জি ইন্টারনেট !!!
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ২০২০ সালে ৫জি ইন্টারনেট !!!
৪৩১ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ জুলাই ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০২০ সালে ৫জি ইন্টারনেট !!!

935092_368219663304544_1794532053_n.jpg

তথ্য যোগাযোগ (আইসিটি) বিশ্বের চেহরা এত দ্রুতই বদলে যাচ্ছে যেখানে কোনো কিছুই খুব বেশি দিন টেকসই হচ্ছে না। মোবাইল প্রযুক্তি ক্ষেত্রে এ পরিবর্তনটা সামলে ওঠা কঠিন হচ্ছে। টুজির পর থ্রিজি। এরপর ফোজি। এখন ফাইভজি নেটওয়ার্ক উন্নয়নে কথা সাফ জানিয়ে দিয়েছে হুয়াওয়ে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে। চীনের বিখ্যাত প্রযুক্তি নেটওয়ার্ক নির্মাতা ও গবেষণা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবারে পঞ্চম প্রজন্মের (৫জি) নেটওয়ার্কের ঘোষণা দিয়েছে। আর এ জন্য খুব বেশি সময় নয়, বরং আসছে ২০২০ সালেই বাণিজ্যিক ফাইভজির নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন স্মার্ট গ্রাহকেরা।

এরই মধ্যে হুয়াওয়ের ২০০ জনের একটি কারিগরিদল ৫জি নেটওয়ার্ক নিয়ে গবেষণা ও উন্নয়নে কাজ করছে। তবে এ প্রযুক্তির সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে এখনই কোনো মন্তব্য থেকে বিরত আছে হুয়াওয়ে। এ প্রসঙ্গে হুয়াওয়ের ৫জি গবেষণার প্রতিনিধি উয়েন টঙ বলেন, আসছে ২০২০ সালের ইন্টারনেট বিশ্বের চেহারা আজ সাধারণভাবে অনুমান করা কঠিন। এ সময়ে শত শত কোটি মানুষ তারহীন তথ্য বিশ্বের মহাসাগরে পাড়ি জমাবে। আর গতি তো হবে স্বপ্নের চেয়েও দ্রুত। তখন আসলে ইন্টারনেট ভক্তরা তারহীন প্রযুক্তির মধ্যে বসবাস করবেন। ফাইবার অপটিক কেবল তখন প্রায় বিলুপ্ত হয়ে যাবে।

প্রসঙ্গত, ফাইভজি (৫জি) প্রযুক্তির ইন্টারনেট নেটওয়ার্কের গতি হবে ১০ গিগাবাইট পার সেকেন্ড। আজকের সময়ে সর্বোচ্চ গতির তুলনায় তা ১০০ ভাগ বেশি গতি নিশ্চিত করবে। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং-ও ৫জি নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছে। তারাও বলছে বাণিজ্যিকভাবে ২০২০ সালেই স্মার্ট ভোক্তাদের কাছে এ নেটওয়ার্ক পৌঁছে যাবে। বিশ্বের মোবাইল প্রযুক্তিতে লঙ টার্ম ইভোল্যুশন (এলটিই), ফোরজি এবং হুয়াওয়ের মাধ্যমে ৮৫টি শক্তিশালী নেটওয়ার্ক দিয়ে এসব সেবা এখন বাস্তবসম্মত। এরই মধ্যে চীনের হুয়াওয়ে সাংহাইয়ের ম্যাগলেভ ট্রেনে ফোরজি প্রযুক্তি তারহীন নেটওয়ার্ক সফলভাবেই পরিচালনা করছে।

বিশ্বের দ্রুত গতির ট্রেনের জন্য হুয়াওয়ে এলটিই নেটওয়ার্কের মাধ্যমে তারহীন ইন্টারনেট সেবা দিচ্ছে। এ মুহূর্তে ফোরজি নেটওয়ার্কে ডাউনলোড গতি ৫০ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএম)। তবে ২০২০ সালের আসন্ন ফাইভজি (৫জি) নেটওয়ার্ক এ সব কিছুকেই ছাড়িয়ে যাবে বহুদূর। অনলাইন বিশ্লেষকেরা তাই বলছেন ২০২০ সালে বিশ্বের সব ধরনের অর্থনৈতিক লেনদেনই ইন্টারনেট নিয়ন্ত্রণে চলে যাবে। অপেক্ষা তাই নতুন এক বিশ্ব দেখার।সুএ আইটি নিউজ বিডি ।



আর্কাইভ

ইমো ও জাগো ফাউন্ডেশনের মধ্যে চুক্তি
শীঘ্রই বাজারে আসছে টেকনো ক্যামন ৩০ সিরিজের ফোন
বাংলাদেশের বাজারে আসছে অনার ম্যাজিক ৬ প্রো
হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ১০০ টাকা পর্যন্ত সাশ্রয়
এআই দিয়ে তৈরি কনটেন্ট আলাদা করবে টিকটক
ফ্রন্টেক লিমিটেড এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
মিরপুর ও এলিফ্যান্ট রোডে ৯৭৭টি অবৈধ স্মার্ট টিভি বক্স ও সেট টপবক্স জব্দ
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বাজেটে ৫’শ মিলিয়ন ডলার বরাদ্দ রাখার প্রস্তাব পলকের
শেষ হল যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪