 
  শুক্রবার ● ৪ জুলাই ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাব চালু করলো গ্রামীণফোন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাব চালু করলো গ্রামীণফোন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগে কম্পিউটার ল্যাব চালু করেছে গ্রামীণফোন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে অবস্থিত গ্রামীণফোন-টুরিজম অ্যান্ড হসপিটালিটি ল্যাব শীর্ষক এই ল্যাবটি গ্রামীণফোন লিমিটেড এর আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে। শিক্ষার্থীদের জন্য ল্যাবটি জুলাই ৪, ২০১৪ তারিখ থেকে উন্মুক্ত হবে। সর্বাধুনিক সার্ভার, সিসিটিভি, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও প্রিন্টার সহ পুরো আয়োজনটিতে থাকছে ৫২টি কম্পিউটার। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রামীনফোন ইতিমধ্যেই ১৫ এমবিপিএস ইন্টারনেট সংযোগ প্রদান করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার, তানভীর মোহাম্মদ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, উপ উপাচার্য (প্রশাসন) শহীদ আকতার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামালউদ্দিন এবং বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম।
অনুষ্ঠানে গ্রামীণফোনের সিটিও বলেন, “জীবনের যেকোনো পরিসরের শিক্ষায় ইন্টারনেট একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাড়িয়েছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের সর্বশেষ এই সংযোজন সারাবিশ্বে প্রসারিত জ্ঞান গ্রহণে একটি সেতু হিসাবে কাজ করবে।’
একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে উদ্যমী ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। দেশের উন্নয়নে শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ একটি নির্ণায়ক এবং এ কারণেই গ্রামীণফোন শিক্ষাখাতে অবদানে আগ্রহী।





 ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
    ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে     ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
    ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার     রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
    রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা     ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
    ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস     বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
    বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড     সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
    সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি     পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
    পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম     
  
  
  
  
  
 