বুধবার ● ২৯ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রবির ফেসবুকে পেজে ২০ লাখ ফ্যান
রবির ফেসবুকে পেজে ২০ লাখ ফ্যান
বাংলাদেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ফেসবুক পেজে ফ্যান সংখ্যা ২০ লাখ অতিক্রম করেছে। আজ এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে পেজটি।
ঘোষণায় পেজটি লিখেছে, সেই ২০১১ হতে আপনাদের হাত ধরেই শুরু হয়েছিল আমাদের পথচলা। আজ আমাদের সেই ছোট্ট পরিবারের সদস্য সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ২০,০০,০০০। অনেক জোয়ার-ভাটা পার করে এখানে এসে পৌঁছেছি আজ, আপনারই হাত ধরে।
পেজটি আরও লিখেছে, এই পথচলায় প্রতিটি বাধায় পাশে পেয়েছি আপনাদের, কখনো সুন্দর কিছু বলে অনুপ্রেরণা যুগিয়েছেন আরো ভালো কিছু করতে, আবার কখনো কঠোর কিছু বলে ধরিয়ে দিয়েছেন আমাদের ভুল। আপনাদের কারণেই আমাদের এতদূর আসা।
সব শেষে লিখেছে, আজ আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ - অশেষ উদ্দীপনার জন্য, উষ্ণ ভালবাসার জন্য। আরো অনেক পথ চলার আছে, সাথে থাকবেন সবসময়!
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত পেজটিতে ২০ লাখ ১৩ হাজার ২১২টি লাইক দেখা গেছে। এ সংখ্যা এখন ক্রমশ বৃদ্ধি হচ্ছে।






১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম