শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শিশুদের কোডিং শেখাতে কোড ক্লাব যুক্তরাজ্যের সাথে ইজেনারেশন এর চুক্তি
শিশুদের কোডিং শেখাতে কোড ক্লাব যুক্তরাজ্যের সাথে ইজেনারেশন এর চুক্তি
তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেড এবং বাচ্চাদের কোডিং শেখাতে ও কম্পিউটার সায়েন্স এবং ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী করতে সাহায্যকারী অলাভজনক সংস্থা কোড ক্লাব যুক্তরাজ্য সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ইজেনারেশন লি. দেশের প্রতিটি শিশুর জন্য কোডিং শেখার সুযোগ করে দেওয়ার এই উদ্যোগকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সব ধরনের প্রচারমূলক বিষয়ে েেকাড ক্লাব যুক্তরাজ্যকে সহযোগিতা প্রদান করবে।
এ বিষয়ে ইজেনারেশন লি. এর চেয়ারম্যান শামীম আহসান বলেন, ছোটবেলা থেকেই শিশুদেরকে কোডিং শেখার সুযোগ করে দিলে তারা আগামীতে একদিকে যেমন দক্ষ ডেভেলপার হয়ে উঠবে অন্যদিকে প্রতিযোগিতামূলক বিশে^ নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তুলতে পারবে। এই চুক্তির মাধ্যমে সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাবে উভয় প্রতিষ্ঠান।
কোড ক্লাব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শাজাহান মিয়া বলেন আমি আনন্দিত যে আমরা ইজেনারেশন লি. এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে সম্মত হয়েছি, যারা ইতিমধ্যে বাংলাদেশ সরকার ও দেশের তরুণদের সঙ্গে কিছু চমৎকার কাজ করছেন। এক সাথে আমরা সব ব্যাকগ্রাউন্ড থেকে তরুণদের কোড শেখার সুযোগ দিয়ে এবং পরবর্তী প্রজন্মের ডিজিটাল উদ্যোক্তা গড়ে তুলতে সাহায্য প্রদান করার চেষ্টা করবে। সংবাদ বিজ্ঞপ্তি।





১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম