সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » কলকাতায় চলছে ইনফোকম ২০১৮
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » কলকাতায় চলছে ইনফোকম ২০১৮
৮৮৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলকাতায় চলছে ইনফোকম ২০১৮

কলকাতায় চলছে ইনফোকম ২০১৮

>>>>>> ভারতের আনন্দবাজার পত্রিকা (এবিপি) গ্রুপের প্রতিষ্ঠান ইনফোকম এর আয়োজনে কলকাতার স্থাণীয় একটি হোটেলে চলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ইনফোকম ২০১৮। ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামীকাল ৮ ডিসেম্বর পর্যন্ত। এটি ইনফোকম সম্মেলনের ১৭তম আয়োজন। সম্মেলনের বিভিন্ন সেশন ও প্যানেল আলোচনার মধ্যে উল্লেখযোগ্য ছিলো ‘ইমপ্যাক্ট অফ এআই এন্ড আইওটি ইন এন্টারপ্রাইজ সার্ভিস ম্যানেজমেন্ট’, ‘ইমপ্যাক্ট অফ ডিজিটাইজেশন ইন দ্যা এফএমসিজি সেক্টর’, ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ইন হেলথ কেয়ার’, ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ইন সোশ্যাল সেক্টর প্রজেক্টস’, ‘প্রিপ্রেয়ারিং ফর দ্যা নেক্সট টেকনোলজি ওয়েভ’, ‘দ্যা ইন্টারপ্রেনেরিয়াল সাকসেস স্টোরি অফ প্রান-আরএফএল গ্রুপ’, ‘ডাটা প্রোটেকশন এন্ড প্রাইভেসি ইন দ্যা এইজ অফ ডিজিটাল’, ‘এআই ইন সাইবার সিকিউিরিটি’, ‘দ্যা ফিউচার সোসাইটি ইন এ কানেক্টেড ডিজিটাল এইজ’।
এর আগে ৬ ডিসেম্বর ‘ডযবহ উরমরঃধষ ইবপড়সবং ঐঁসধহ (হোয়েন ডিজিটাল বিকামস হিউম্যান)’ এই মূল প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, অর্থ, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও টেক্সটাইল বিষয়ক মন্ত্রী ড. অমিত মিত্র।
আনন্দবাজার গ্রুপের প্রতিষ্ঠান ইনফোকম এর চেয়ারম্যান দীপঙ্কর দাস পুরকায়স্থ এর সভপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, কোল ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান অনিল কুমার জ্যা, সফটওয়্যার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়া (এসটিপিআই) এর মহাপরিচালক ড. ওমকার রায়, এক্সেনচার টেকনোলজি সার্ভিসেস এর গ্রুপ চিফ এক্সিকিউটিভ ড. ভাস্কর ঘোষ, এরিকসন ইন্ডিয়া গ্লোবাল সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অমিতাভ রায়, সাইফি টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কমল নাথ এবং লাইফ ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) এর ইস্টার্ন জোনের জোনাল ম্যানেজার এম কে কেম্মু।
প্রধান অতিথি ড. অমিত মিত্র তার বক্তব্যে বলেন পঞ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতোমধ্যে ডিজিটাল ও পেপারলেস সরকার কার্যক্রমে অনেকদূর এগিয়ে গেছে। জনগনের ভোগান্তি কমাতে সরকারি সকল আর্থিক লেনদেন, ট্যাক্স প্রদান, ভূমি সংক্রান্ত নথি ইত্যাদি কার্যক্রম সম্পূর্নরূপে ডিজিটালাইজড করা হয়েছে। সরকারের লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে সব ধরনের সরকারি সেবা জনগনের গোরগোড়ায় পৌঁছানো। আমরা আশা করছি শীঘ্রই জনগন আমাদের উদ্যোগগুলোর সুফল পেতে শুরু করবে। ফলে প্রয়োজনীয় সেবা নিতে ফিজিক্যালি কোথাও না যেতে হবে না, ঘরে বসেই সব ধরনের সেবা গ্রহন করতে পারবে।
বাংলাদেশ থেকে এবারের সম্মেলনে আরও অংশগ্রহন করেছেন সার্ক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (সার্ক-সিসিআই) এর কাউন্সিল ফর কমিউনিকেশন এন্ড আইটি এর চেয়ারম্যান সাফকাত হায়দার, কাউন্সিল সদস্য বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি ও বিজনেসল্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুল্লাহ খান, ইথিকস এডভ্যান্স টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, স্কয়ার হসপিটালস লিমিটেডের হেড অফ আইটি রিয়াজ মাহমুদ প্রমুখ।
সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে পঞ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড ইলেকট্রনিক্স, সফটওয়্যার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়া (এসটিপিআই), লাইফ ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি), সার্ক চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (বিসিসিআই) এবং দ্য ন্যাশনাল এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড সার্ভিসেস কোম্পানীজ (ন্যাসকম)।



আর্কাইভ

বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের রাজস্ব আয় ৩৯৩২.৯ কোটি টাকা
নতুন দামে টেকনো স্পার্ক২০সি
টেন মিনিট স্কুলের কোর্স ফি-তে বিকাশ পেমেন্টে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
গ্রাহকদের নজর কেড়েছে ইনফিনিক্সের নতুন ল্যাপটপ ইনবুক ওয়াইটু প্লাস
রবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিসিএস এর উদ্যোগে মাদারবোর্ড সারানোর ৮ দিনব্যাপী দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ কর্মশালা
সফটওয়্যার ও স্টার্টআপ খাতের উদ্যোগ হুমকির মুখে
জাপান আইটি উইকে বেসিস ও বাক্কো
থাইল্যান্ডে ইউএন এসকাপ-এর ৮০তম সম্মেলনে সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী পলক
আইসিসি টুর্নামেন্টের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেল টফি