সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ৩০, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে ক্যামন ৪০ ও ৪০ প্রো
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে ক্যামন ৪০ ও ৪০ প্রো
৭৭ বার পঠিত
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের বাজারে ক্যামন ৪০ ও ৪০ প্রো

---বাংলাদেশে আসছে টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন ৪০ এবং ক্যামন ৪০ প্রো। ডিভাইস দুটিতে রয়েছে শক্তিশালী এআই ফিচার, ওয়াটারপ্রুফ (আইপি৬৬/আইপি৬৮/৬৯) রেটিং, ৫২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১২০ হার্জেও ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে।

গ্রাহকরা ফোন দুটি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডার করলেই থাকছে বিশেষ উপহার। যারা ক্যামন ৪০ প্রি-অর্ডার করবেন, তারা পাবেন একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। আর ক্যামন ৪০ প্রো প্রি-অর্ডার করলে থাকছে টেকনো ওয়াচ ৩।

টেকনো ক্যামন ৪০ ও ৪০ প্রো- দুই ফোনেই আছে ফ্ল্যাশস্ন্যাপ ফিচার, যা চালু করার জন্য রয়েছে আলাদা একটি ‘ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ’ বাটন। এই ফিচার ব্যবহার করে দ্রুতগতির ও মুভিং সাবজেক্টের ছবি স্পষ্টভাবে তোলা যাবে। এতে আছে ১/১০৯৩৫ সেকেন্ড পর্যন্ত আল্ট্রা ফাস্ট শাটার স্পিড, যা অনেক প্রফেশনাল ক্যামেরা থেকে বেশি। প্রফেশনাল ক্যামেরায় সর্বোচ্চ শাটার স্পিড হয় ১/৮০০০ সেকেন্ড। আর এই ফোনে বাটনটি দুইবার ক্লিক করলেই চালু হয়ে যাবে ফ্ল্যাশস্ন্যাপ। এছাড়া ফোনের এআই ও অটোস্ন্যাপ একসাথে কাজ করে স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে ভালো ফ্রেমটি নির্বাচন করে নেয়।

পাশাপাশি ক্যামন ৪০ সিরিজে রয়েছে বিভিন্ন ধরনের এআই ফিচার, যেমন- এআই ফুল-লিংক কল অ্যাসিস্ট্যান্ট, এআই স্টুডিও (এআই ইরেজার ২.০, এআই ইমেজ এক্সটেন্ডার, এআই শার্পনেস প্লাস, এআই পারফেক্ট ফেস, এআইজিসি পোট্রেট ২.০), এআই প্রোডাক্টিভিটি ফিচার (এআই রাইটিং, এআই ট্রান্সলেট, এআই সার্কেল সার্চ) এবং এআই ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট।

প্রটেকশন হিসবে ক্যামন ৪০ ফোনে রয়েছে ধুলো ও পানিরোধী ব্যবস্থা (আইপি৬৬); আর ক্যামন ৪০ প্রো’তে আছে ধুলা ও ওয়াটার প্রুফ ফিচার (আইপি৬৮/৬৯), যার ফলে পানিতে ডুবলেও এই ডিভাইসের ক্ষতি হবে না।

টেকনো ক্যামন ৪০ সিরিজে আছে শক্তিশালী প্রসেসর ও ৫ বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরম্যান্স সার্টিফিকেশন। এতে আছে ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জার। ফোনটির ফ্ল্যাগশিপ ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৭০০সি আল্ট্রা নাইট ক্যামেরা রাতে খুব ভালো ছবি তোলার ক্ষমতা রাখে। এছাড়া ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং এআই স্ন্যাপ সেন্সর ভালো ফটোগ্রাফি প্রোভাইড করবে।

টেকনো ক্যামন ৪০ এর দাম নির্ধারণ করা হয়েছে ২৩,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। আর ক্যামন ৪০ প্রো এর দাম ২৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
সিটি ব্যাংক ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
মোবাইল ফটোগ্রাফির ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি
বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে হুয়াওয়ে
হজ রোমিং প্যাক নিয়ে এলো বাংলালিংক
বেসিস কোরিয়া ডেস্ক চালু
রবি গ্রাহকদের জন্য ক্যাসপারস্কির প্রিমিয়াম সাইবার সুরক্ষা
সাইবার হুমকির শীর্ষে র‌্যানসমওয়্যার: সফোস
ইন্টারনেট ট্রান্সমিশনে মূল্যহ্রাসের ঘোষণা বাহন লিমিটেডের
দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের সহায়তা করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব