
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সেরা তিন রাইডারকে ওমরাহ’য় পাঠাচ্ছে ফুডপ্যান্ডা
সেরা তিন রাইডারকে ওমরাহ’য় পাঠাচ্ছে ফুডপ্যান্ডা
তিনজন ডেলিভারি পার্টনারকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ওমরাহ পালনের জন্য বিমান ভাড়া, মক্কা ও মদিনায় থাকাসহ সফরের প্রয়োজনীয় খরচের ব্যয় বহন করবে প্রতিষ্ঠানটি।
রমজান ও ঈদ উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামের রাইডারদের মধ্যে এ পুরস্কার প্রদান করা হয়। গত ২৬ মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বাধিক ডেলিভারি সম্পন্ন করা তিনজন রাইডার ওমরাহ প্যাকেজ জেতেন। এছাড়া আরও পাঁচজন রাইডারকে স্মার্টফোন দেওয়া হয়।
ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফুডপ্যান্ডার সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা ও জুবায়ের সিদ্দিকী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ওমরাহ প্যাকেজ বিজয়ী বেইলি রোডের রাইডার সোহেল রানা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের মতো সাধারণ পরিবারের জন্য এটি অনেকটা স্বপ্নের মতো। ফুডপ্যান্ডার এই উদ্যোগ আমার সেই স্বপ্ন পূরণ করেছে। এমন একটি ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণের জন্য ফুডপ্যান্ডাকে ধন্যবাদ।
গুলশানের রাইডার মো. বিল্লাল জোয়ার্দার পেয়েছেন স্মার্টফোন। তিনি গতবছরের ক্যাম্পেইনে ওমরাহ পালনের সুযোগ পান। তিনি বলেন, গত বছর আমি ওমরাহ প্যাকেজ জিতে পবিত্র ওমরাহ পালন করেছি। তখন এ বছর অন্য রাইডাররা এ সুযোগ পাচ্ছেন দেখে ভালো লাগছে। এ বছর স্মার্টফোন পেয়েছি।
ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন, ফুডপ্যান্ডার সাফল্যে রাইডার পার্টনারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোহেল ও বিল্লালের মতো রাইডাররা নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে ফুডপ্যান্ডার ব্যবসাকে এগিয়ে নিচ্ছেন।
ডেলিভারি পার্টনারদের জন্য এই উদ্যোগ ফুডপ্যান্ডার ‘প্যান্ডা হার্টস’ কর্মসূচির অংশ। কর্মসূচিটি ডেলিভারি পার্টনারদের উন্নয়ন ও কল্যাণে সুরক্ষা, সুস্থতা, ব্যক্তিগত উন্নয়ন, কমিউনিটি ও বিভিন্ন কল্যাণমূলক সুবিধার মতো পাঁচটি মূল বিষয় নিয়ে কাজ করে। এছাড়া, এ কর্মসূচিতে রয়েছে স্বাস্থ্যসেবা, বিমা সুবিধা ও অনলাইন শিক্ষার সুযোগসহ সুবিধামত সময়ে কাজ করার সুবিধা।