সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ২৯, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট
৫৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট

---কার্নিভাল ইন্টারনেট বাংলাদেশে নিয়ে এসেছে দেশের প্রথম ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ। এই অ্যাপে ইন্টারনেটের পেমেন্ট এবং অন্যান্য সেবার বাইরেও যোগ হতে যাচ্ছে ডিজিটাল স্বাস্থ্যসেবা, প্রয়োজন মতো ক্ষুদ্র বীমা, অনলাইন স্কিল লার্নিং, ই-কমার্স ভিত্তিক আয়ের সুযোগ সহ নানা সুবিধা। মার্কেটপ্লেস অ্যাপটি পরিচয় করে দেয়ার লক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২৮ আগস্ট সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বিটিআরসির ন্যাশনওয়াইড আইএসপি লাইসেন্স নিয়ে ২০১৫ সালে পথচলা শুরু করে কার্নিভাল। মাত্র এক দশকে তারা দেশের ৪০৩টি উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে দ্রুততার সাথে। সংযুক্ত করেছে ৩১ হাজারের বেশি গ্রাম আর প্রায় ৪ লক্ষ গ্রামীণ পরিবার। গ্রাম আর শহর মিলিয়ে এখন কার্নিভালের সেবায় যুক্ত আছেন ৪০ লাখেরও বেশি ব্যবহারকারী। এই বিশাল গ্রাহকভিত্তি ও বিস্তৃত নেটওয়ার্কের কারণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্বীকৃত সংস্থা এপনিক-এর র‌্যাঙ্কিংয়ে কার্নিভাল ইন্টারনেট এখন বাংলাদেশের এক নম্বার ব্রডব্যান্ড আইএসপি।

এ সময় জানানো হয়, শুধু বিস্তৃত নেটওয়ার্কই নয়, নিজস্ব প্রযুক্তি আর উদ্ভাবনী অবকাঠামো নিয়ে কার্নিভাল যেই বিস্তৃতির মডেল তৈরি করেছে, তা অন্য সবার জন্য অনুকরণীয়। তাদের নিজস্ব উদ্ভাবন ক্যাটেনা-এর অপারেশন ও বিজনেস সাপোর্ট সিস্টেম আর অড্রা’র নেটওয়ার্ক সিকিউরিটি প্ল্যাটফর্ম কার্নিভালকে করেছে সবার থেকে আলাদা।

বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, আমাদের তরুণরা বৈশ্বিক গিগ ইকোনমিতে প্রথম সারির দেশ হিসেবে অবদান রাখলেও, তাদের বেশিরভাগই ইংরেজিতে দুর্বল। সেইসাথে প্রায় ৮০% মানুষের বাজার উপযোগী দক্ষতার ঘাটতি আছে। ফলে অনেকেই সুযোগ পেয়েও প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। এর সঙ্গে আছে ৪৭% শিক্ষিত যুব বেকারত্ব। সব মিলিয়ে বিপুল জনগোষ্ঠী স্থায়ী আয়ের বাইরে থেকে যাচ্ছে।

স্বাস্থ্য খাতেও সমস্যা অনেক। দেশে প্রতি ১০ হাজার রোগীর বিপরীতে মাত্র ৭ জন চিকিৎসক। জরুরি প্রয়োজনে, চিকিৎসার খরচ গুনতে বেশিরভাগ পরিবারকে তাদের সঞ্চয়ের ৭০% পর্যন্ত হারাতে হয়। ইন্স্যুরেন্স ব্যবহারের হারও খুব কম, মোট জিডিপির মাত্র ০.৫%।

এই জায়গাতে পরিবর্তন আনতে চায় কার্নিভাল ইন্টারনেট। কার্নিভাল ডটলাইনস গ্রুপের একটি প্রতিষ্ঠান। ডটলাইনস গ্রুপের অধীনে আরও আছে কার্নিভাল কেয়ার (টেলি-ডাক্তার ও হেলথ সলিউশন), বিসেলার (জিরো-ইনভেস্টমেন্ট রিসেলিং প্ল্যাটফর্ম), কার্নিভাল অ্যাস্যিউর (দেশের প্রথম মাইক্রো-ইন্স্যুরেন্স অ্যাগ্রেগেটর) সহ আরও কিছু প্রতিষ্ঠান। এগুলো মিলিয়েই তৈরি হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম।

এই ইকোসিস্টেমকে একসাথে নিয়ে এসেছে কার্নিভাল ইন্টারনেটের নতুন অ্যাপ। প্রথম বেটা ভার্সনে থাকবে বিল পেমেন্ট এবং অন্যান্য ইন্টারনেট বিষয়ক সুবিধা। তারপর একে একে যোগ হবে, কার্নিভাল লার্নিং- বাংলা ভাষায় অনলাইন কোর্স করে দক্ষতা বাড়ানো, ফ্রিল্যান্সিংয়ের যোগ্যতা তৈরি ও বিবিসি জানালার পার্টনারশিপে ইংরেজি শেখার প্ল্যাটফর্ম; কার্নিভাল কেয়ার- যা অ্যাবোট এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপে স্বাস্থ্য সেবাকে নিয়ে যাবে প্রত্যন্ত গ্রামে, করে তুলবে দ্রুত এবং সহজলভ্য; কার্নিভাল অ্যাসিউর- দেশের শীর্ষ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে এক প্ল্যাটফর্মে এনে স্বাস্থ্য ও জীবনবীমাকে ইতিমধ্যে হাতের নাগালে নিয়ে এসেছে; বিসেলার- ইন্টারনেট হাতে যে কাউকে নতুন আয়ের সুযোগ করে দিবে, কোনো বিনিয়োগ ছাড়াই।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ই-কমার্স হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ইঞ্জিন: প্রয়োজন সহায়ক নীতি
ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট
বাজারে শাওমি’র নতুন স্মার্টফোন রেডমি ১৫সি
৭৫% সিএফও মনে করেন এআই এজেন্ট প্রতিষ্ঠানের আয় বাড়াবে: সেলসফোর্সের গবেষণা
সেরা তিন রাইডারকে ওমরাহ’য় পাঠাচ্ছে ফুডপ্যান্ডা
বিকাশ অ্যাপে কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
গিনেস রেকর্ডে নাম লেখালো ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস
বাংলাদেশে টেকনো’র মেগাবুক কে১৫এস ল্যাপটপ
দেশের বাজারে অনার নিয়ে এলো ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৫’
ফোর্বস এশিয়ার ১০০ টু ওয়াচ-এ পাঠাও