
বৃহস্পতিবার ● ১৫ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১৭ মে অনুষ্ঠিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
১৭ মে অনুষ্ঠিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
আগামী ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে বৈশ্বিকভাবে উদযাপন করা হয়। ১৮৬৫ সালের ১৭ মে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর ১৭ মে সকল সদস্য রাষ্ট্র বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন করে থাকে। এ উপলক্ষ্যে আইটিইউ সহ বিশে^র বিভিন্ন দেশে সভা, সেমিনার, কর্মশালা, শোভাযাত্রা, ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ, পাবলিক ক্যাম্পেইন, প্রদর্শনী ও হ্যাকাথন হয়ে থাকে। এ বছর আইটিইউ-এর ১৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দিবসটির প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন’ (Gender equality in digital transformation)।
বাংলাদেশে দিবসটি উদযাপনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ সময় আর উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ জহিরুল ইসলাম এবং বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী (অবঃ)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হবে বিটিআরসি কার্যালয়ে যেখানে অনুষ্ঠানের উদ্বোধনসহ দিবস সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে টেলিযোগাযোগ খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন- সরকার, রেগুলেটর, উদ্যোক্তা, একাডেমিয়া এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে সেমিনার আয়োজন করা হবে। দিবস উপলক্ষ্যে ডাক অধিদপ্তর এর আয়োজনে প্রধান উপদেষ্টা মহোদয় কর্তৃক ডাক টিকিট অবমুক্তকরণ করা হবে। এছাড়া, টেলিযোগাযোগ খাতের উদ্যোক্তা ও লাইসেন্সিদের সমন্বয়ে বিটিআরসির প্রাঙ্গনে মেলা অনুষ্ঠিত হবে।
মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে হ্যাকাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতি টিমে ৪ জন করে মোট ৩৫টি টিম আগামী ১৬ মে ২০২৫ অনুষ্ঠিতব্য ফাইনালে অংশগ্রহণ করবে।
টেলিযোগাযোগ খাতে দেশ ও বিদেশে বিশেষ অবদানের জন্য যোগ্য ব্যক্তি/দলকে সম্মাননা দেওয়া হবে। এছাড়া, জুলাই আন্দোলনে আহত বীরদের বিশেষ ডিভাইস সরবরাহ করা হবে।