
বুধবার ● ২ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফুডির সাথে চুক্তিবদ্ধ হলো স্কিটো
ফুডির সাথে চুক্তিবদ্ধ হলো স্কিটো
দেশের অন্যতম ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডির সাথে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোনের স্কিটো। চুক্তির আওতায়, স্কিটো গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা প্রদান করবে ফুডি।
রাজধানীর জিপি হাউজে সম্প্রতি হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী এবং ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহনেওয়াজ মান্নান এ বিষয়ক চুক্তিটি স্বাক্ষর করেন। এসময় স্কিটোর পার্টনারশিপ অ্যান্ড ইনোভেশন লিড সামান্তা আকতার এবং ফুডির সেলস অ্যান্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসের সিনিয়র ম্যানেজার সৈয়দ সাজিবুর রহমান সহ স্কিটো, গ্রামীণফোন ও ফুডির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
’স্কিটো মানেই ফুডিতে এক্সট্রা খাতির’ ক্যাম্পেইনের আওতায় নতুন ও পুরাতন সব গ্রাহকরাই আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন গ্রাহকরা ফুডিতে তাদের প্রথম অর্ডারে ১২০ টাকা ছাড় পাবেন। অন্যদিকে ২৪৯ টাকার বেশি অর্ডারের ক্ষেত্রে প্রতি মাসে ৫টি ফ্রি ডেলিভারি উপভোগ করতে পারবেন বর্তমান গ্রাহকরা। এছাড়া নির্দিষ্ট অফারে মাসে তিন বার পর্যন্ত ৬০ টাকা ছাড় পাবেন গ্রাহকরা।
ক্যাম্পেইনটি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীসহ স্কিটোর তারুণ্যনির্ভর শ্রেণিকে লক্ষ্য করে তৈরি।