
বৃহস্পতিবার ● ১৫ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পাঠাও এর ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইন
পাঠাও এর ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইন
গ্রাহকদের জন্য পাঠাও নিয়ে এসেছে ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইন। দেশজুড়ে ৩১ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে পাঠাও দিচ্ছে ১,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ফ্রি-ডেলিভারি, ৫০ হাজার টাকা মূল্যের গিফট জেতার সুযোগ সহ আরো অফারস।
মে মাস জুড়ে পাঠাও ব্যবহারকারীরা রাইড এবং ফুডের ওপর সর্বমোট ১,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে পাঠাও বাইক-এ ৩টি রাইডে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট (প্রতি রাইডে ১০০ টাকা করে), পাঠাও কার-এ ৩টি রাইডে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট (প্রতি রাইডে ১০০ টাকা করে), এবং পাঠাও ফুড-এ থাকছে পাঁচটি অর্ডারে মোট ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট (প্রতি অর্ডারে ২০০ পর্যন্ত)।
এছাড়াও পাঠাও কার ইন্টারসিটি রাইডে রয়েছে ১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সাথে থাকছে প্রতিদিন নতুন অফার, সারপ্রাইজ ফ্ল্যাশ ডিল সহ আরো অনেক কিছু।
এ ক্যাম্পেইনে পাঠাও অ্যাপে প্রতিটি লেনদেনে পাওয়া যাবে ডাবল পাঠাও পয়েন্টস, মানে প্রতিটি অর্ডার বা রাইডে পয়েন্ট বাড়বে দ্বিগুণ। পাঠাও কুরিয়ার সার্ভিসেও থাকছে দারুণ অফার। ফ্রি ডেলিভারির পাশাপাশি পাঠাও বাইক, কার ও ফুড-এর কুপন, পার্টনার ব্র্যান্ডদের ডিসকাউন্ট এবং লাকি ইউজারদের জন্য রয়েছে মেগা ভাউচার ও স্পেশাল পুরস্কার।
ক্যাম্পেইনে থাকবে একটি পাবলিক উইশ বোর্ড যেখানে ব্যবহারকারীরা তাদের উইশগুলো লিখতে পারবেন। এই উইশ বোর্ড থেকে নির্বাচিত ১০ জন লাকি ইউজারদের উইশ পূরণ করবে পাঠাও। আছে একটি ইন্টারঅ্যাকটিভ কুইজ গেম। পাঠাও কার-এর ফ্ল্যাপে ও বিগ বক্স-এর পাশে থাকবে একটি কিউআর কোড। স্ক্যান করলেই পাওয়া যাবে মজার মজার প্রশ্ন। সঠিক উত্তর দিলেই পাবেন পয়েন্ট, আর সেই পয়েন্ট দিয়ে জেতার সুযোগ থাকবে ৫০,০০০ টাকা মূল্যের উপহার।