
রবিবার ● ২৯ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এয়ার টিকেট জিতলেন পাঠাও কুরিয়ার মার্চেন্টরা
এয়ার টিকেট জিতলেন পাঠাও কুরিয়ার মার্চেন্টরা
কুরিয়ার সার্ভিস পাঠাও, দ্বিতীয়বারের মতো তাদের মার্চেন্টদের কোয়ার্টারলি ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এয়ার টিকেট দিয়ে সম্মাননা জানিয়েছে। এতে চায়না রাউন্ডট্রিপসহ নেপাল ও কক্সবাজারের রাউন্ডট্রিপের কাপল এয়ার টিকিট জিতেছেন পাঠাও কুরিয়ারের মার্চেন্টরা। গত ২৬ জুন একটি আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করা হয়। বেস্ট মার্চেন্ট (পুরুষ) ক্যাটাগরিতে ঢাকা-গুয়াংজু-ঢাকা রাউন্ডট্রিপের কাপল এয়ারটিকেট জিতে নেন ইজিশপ বিডি এর নাইম হোসেন, বেস্ট মার্চেন্ট (নারী) ক্যাটাগরিতে ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা কাপল এয়ারটিকেট জিতে নেন মেহেদি বাই মিমি এর তানজিলা আকতার, বেস্ট ইমারজিং মার্চেন্ট ক্যাটাগরিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ারটিকেট জিতে নেন পাঁচমিশালি বাই তৃনা এর তানিয়া ইসলাম তৃনা।