
বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ৫৬ ফাইভজি
দেশের বাজারে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ৫৬ ফাইভজি
সম্প্রতি, দেশের বাজারে গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ ডিভাইস- গ্যালাক্সি এ৫৬ ফাইভজি স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। ডিভাইসটিতে রয়েছে ব্যতিক্রমধর্মী কিছু এআই ফিচার, যেমন: ‘সার্কেল টু সার্চ’। এ ফিচারের মাধ্যমে স্ক্রিনে কোনো কিছু ঘিরে সার্কেল করলেই মিলবে তাৎক্ষণিক সার্চ রেজাল্ট। আরও রয়েছে গুগল জেমেনাই। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন সাজেশন পাবেন এবং প্রোডাক্টিভিটি টুল সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও, ক্রিয়েট ফিল্টার, অবজেক্ট ইরেজার, ইন্টেলিজেন্ট ভিডিও এডিটিং ও এই-পাওয়ার্ড পোর্ট্রেট- এর মতো এআই ফিচার ব্যবহারকারীর নতুন তথ্য জানা ও ছবি ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে।
ডিভাইসটিতে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, পাওয়ার-এফিশিয়েন্ট প্রসেসর, ৬.৭ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে (১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত), ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটিতে আরও রয়েছে এনহ্যান্সড নাইটোগ্রাফি, ১০-বিট এইচডিআর ভিডিও, এক্সিনোজ ১৫৮০ প্রসেসর ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
অসাম লাইট গ্রে ও গ্রাফাইট, এ দুই রঙে গ্যালাক্সি এ৫৬ ফাইভজি’র অফিশিয়াল ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে দু’টি ভেরিয়েন্টে। ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯,৯৯৯ টাকা এবং ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৫৪,৯৯৯ টাকা।
নতুন এ স্মার্টফোন নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট (মার্কেট কমিউনিকেশন) সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, এআই এখন আমাদের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্যালাক্সি এ৫৬ ফাইভজি ডিভাইসের মাধ্যমে এআই সুবিধাকে সকলের জন্য উন্মুক্ত করতে পেরে আমরা গর্বিত। নতুন এ ডিভাইসের উন্মোচন বাংলাদেশের ব্যবহারকারীদের কাছে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মানদন্ড স্থাপন করবে।