
সোমবার ● ২৬ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআইয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে রয়েল বেঙ্গল এআই
এআইয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে রয়েল বেঙ্গল এআই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর উপর ঘরে বসে ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েল বেঙ্গল এআই। প্রতিষ্ঠানটি মাধ্যমিক বা কলেজ শিক্ষার্থীদের এই সুযোগ দিচ্ছে। কোডিং না জানলেও শুধুমাত্র এআইয়ে আগ্রহী এমন কর্মীই খুঁজছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপ করার সুযোগ দেবে। এতে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে হবে, পাশাপাশি মাসে ১০০ ডলার সম্মানি পাবে।
কোডিং জানার প্রয়োজন নেই, কোনও পূর্ববর্তী চাকরির অভিজ্ঞতাও দরকার নেই। সাবলীল ইংরেজির প্রয়োজন নেই শুধুমাত্র এআই সম্পর্কে কৌতূহলী এবং শিখতে, গবেষণা করতে এবং ধারণা সংগঠিত করতে আগ্রহী এমন প্রার্থীকে খুঁজছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির কর্ণধার মো. রাফাত রহমান বলেন, কলেজে পড়ছে এমন শিক্ষার্থীদের এআই এর উপর ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছি আমরা। শিক্ষার্থীরা ইন্টার্ন শেষে নিজের ক্যারিয়ার গড়তে পারবে সহজে।
আবেদনের শেষ তারিখ ৩০ জুন, ২০২৫। https://shorturl.at/2o8Uc লিংকে আবেদন করা যাবে।