সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ৮, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫: রোবট অলিম্পিয়াডের নতুন অধ্যায় শুরু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫: রোবট অলিম্পিয়াডের নতুন অধ্যায় শুরু
৭২ বার পঠিত
সোমবার ● ৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫: রোবট অলিম্পিয়াডের নতুন অধ্যায় শুরু

---স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫-এর কার্যক্রম সম্প্রতি উদ্বোধন হলো। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)। রোবটিক্সের এই সম্মানজনক প্রতিযোগিতায় ২০১৮ সাল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ দল।

এবারের আয়োজনের জন্য বাংলাদেশ দল নির্বাচনের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ও বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। বাংলাদেশ দলের জন্য যোগ্য সদস্য বাছাই ও প্রস্তুতির জন্য এই রোবট অলিম্পিয়াডের আয়োজন, যার রেজিষ্ট্রেশন শুরু হবে আগস্টে এবং জাতীয়পর্ব অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। গত ৪ জুলাই বিডিওএসএন-এর ধানমন্ডি অফিসে ২৬ জন স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। তাদেরকে জুলাই ও আগস্ট মাসে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইআর ও বাংলাদেশ ওপেন ২০২৫ এর জন্য অনুষ্ঠিতব্য ওয়ার্কশপ এবং একটিভেশন প্রোগ্রাম পরিচালনার জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে। পাশাপাশি তারা মার্স রোভার পরিচালনা সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি (আইআরওসি) তাদের ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) ২০২৫-এর মূল থিম ঘোষণা করেছে, যা হলে া‘স্পেসরোবট’ যার অর্থ হচ্ছে মহাকাশের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় রোবট তৈরির চর্চা করবে শিক্ষার্থীরা। এই থিমের ভিত্তিতে এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত থাকবে: জুনিয়র লো (১ম-৪র্থ শ্রেণি), জুনিয়র হাই (৫ম-৬ষ্ঠ শ্রেণি) এবং সিনিয়র (৭ম-১২শ শ্রেণি)। প্রতি বছরের মতো এবারও রোবট বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য শুধুমাত্র জাতীয় পর্বে একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে যা আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত নয়।

২০১৮ সাল থেকে বাংলাদেশের জাতীয় এই আয়োজনটি বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) নামে পরিচিত ছিল কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি (আইআরওসি)- এর দিক নির্দেশনা অনুসারে আয়োজনটি এখন থেকে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন (আইআরও বাংলাদেশ ওপেন) নামে পরিচিতি পাবে। আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://bdro.org



আর্কাইভ

ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জির মধ্যে চুক্তি স্বাক্ষরিত
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫: রোবট অলিম্পিয়াডের নতুন অধ্যায় শুরু
সেমিকন্ডাক্টর খাত উন্নয়নে জাতীয় টাস্কফোর্সের সুপারিশকে স্বাগত জানালো বিএসআইএ
বাজারে আসছে নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ
দারাজের লাকি ৭.৭ ক্যাম্পেইন
নগদ ক্যাম্পেইন বিজয়ীর বাড়িতে অভিনেতা ফজলুর রহমান বাবু
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পিএমসিসি ২০২৫ এর নিবন্ধন শুরু
ফিক্সড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ নূন্যতম ৫০০ টাকায়
কানেক্ট লাইভ টোকিও ২০২৫ এ অংশ নিচ্ছে বাংলাদেশি দম্পতি পাভেল-সুমাইয়া
ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন