
বুধবার ● ৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফিলিপাইনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর বাংলাদেশ দল চূড়ান্ত
ফিলিপাইনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর বাংলাদেশ দল চূড়ান্ত
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিওআরও) এর উদ্যোগে আয়োজিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ওপেন চ্যাম্পিয়নশীপে অংশ নেবে বাংলাদেশ দল। এ লক্ষ্যে বাংলাদেশ দল নির্বাচনের জন্য সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার জাতীয় পর্ব। বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) এর যৌথ উদ্যোগে বিডিওএসএনের ধানমন্ডি অফিসে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক চ্যাম্পিয়নশীপটি চারটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে চারটি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে ২টি, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ১টি ও রোবোস্পোর্টস ক্যাটাগরিতে ১টি দল বাছাই করা হবে।
জাতীয় পর্বের ঘোষণা দেয়া হয় ১৪ জুন এবং রেজিস্ট্রেশন চলমান ছিল ৩০ জুন পর্যন্ত যেখানে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে ১৫টি, ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরিতে ৯টি এবং রোবোস্পোর্টস ক্যাটাগরিতে ২টি দল রেজিস্ট্রেশন করে। ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে দুইটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। জুনিয়র বিভাগে লড়াই করেছে ৮টি দল এবং সিনিয়র বিভাগে লড়াই করেছে ৭টি দল। প্রতি বিভাগ থেকে একটি করে মোট দুইটি দল আন্তর্জাতিকের জন্য বাছাই করা হবে।
এছাড়াও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) শিক্ষার্থীদের রোবটিক্স অলিম্পিয়াড বিষয়ে উৎসাহিত করতে জুন মাসের বিভিন্ন সময়ে ১৪টি এক্টিভেশন প্রোগ্রাম আয়োজন করেছে। দেশের ৫টি জেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই ওয়ার্কশপগুলো আয়োজন করা হয় যেখানে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
ফেলটা মাল্টিমিডিয়া ইনক এর আয়োজনে এবং ডব্লিওআরও ফিলিপাইনের জাতীয় আয়োজক সংস্থার অংশীদারিত্বে আগামী ১৮-২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হবে এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশীপের আসর। বিশ্বের ৪৭টি দেশের ২৫০টি দলের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, প্রতিবছর মহাদেশ ভিত্তিক ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিওআরও) ওপেন চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হয়। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ভ্রমণ সহজ করার উদ্দেশ্যে বিভিন্ন মহাদেশে পৃথকভাবে এই আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হয়। এতে স্থানীয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে রোবটিক্সের প্রতি আগ্রহ বাড়ে এবং উন্নয়নশীল দেশগুলোও এই আয়োজনে যুক্ত হতে পারে।