
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো স্পার্ক ৪০ এবং স্পার্ক ৪০ প্রো
বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো স্পার্ক ৪০ এবং স্পার্ক ৪০ প্রো
ক্যামন ৪০ সিরিজের সফলতার পর, বাংলাদেশে নতুন স্পার্ক ৪০ সিরিজ নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। এই সিরিজে রয়েছে দুটি আকর্ষণীয় ফোন- স্পার্ক ৪০ ও স্পার্ক ৪০প্রো। এই দুটি মডেলসহ স্পার্ক ৪০ সিরিজের আরও মডেল এই মাসের মধ্যে বাজারে আসবে বলে জানা গেছে।
স্পার্ক ৪০প্রো স্মার্টফোনটি ৬.৬৯ মিলিমিটার স্লিম। এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, এসজিএস-সার্টিফায়েড ড্রপ প্রোটেকশন এবং আইপি ৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্স। ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা। এতে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সাথে যুক্ত হয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ৪৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস, যা প্রখর সূর্যালোকেও ডিসপ্লে ভালোভাবে ব্যবহারের উপযুক্ত রাখবে। এছাড়া কন্টেন্ট দেখা বা গেমিং অভিজ্ঞতা আরও ভালো করতে স্পার্ক ৪প্রো’তে রয়েছে ডলবি অ্যাটমোস ডুয়েল স্টেরিও স্পিকার। এতে ব্যবহার করা হয়েছে হেলিও জি১০০ প্রসেসর, পাশাপাশি রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি এক্সটেন্ডেড), যা মাল্টিটাস্কিং, গেমিং ও মিডিয়া ব্যবহারের সবক্ষেত্রে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে। এছাড়াও, এতে ফ্রি লিঙ্ক প্রযুক্তি ব্যবহার করার ফলে ইউজার নেটওয়ার্ক কাভারেজ না থাকলেও কল ও মেসেজ পাঠাতে পারবেন; যা রিমোট বা জরুরি পরিস্থিতিতে কার্যকর সমাধান হিসেবে কাজ করবে। একই সাথে ফোনটিতে রয়েছে টেকনো এআই সাপোর্ট- এআই ইরেজার, এআই জিসি পোর্ট্রেইট, এআই ট্রান্সলেট ও এআই রাইটিংয়ের মতো নানা এআই-সক্ষম টুলস। এই ফোনে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। ডিভাইসটি টিইউভি-সার্টিফায়েড, পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল করার জন্য রয়েছে আইআর রিমোট কন্ট্রোল।
অন্যদিকে টেকনো স্পার্ক ৪০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৭.৬৭ মিলিমিটারের স্লিক ডিজাইন। এতে হেলিও জি৮১ প্রসেসর ও বেশ কিছু এআই ফিচার রয়েছে।
দুইটি মডেলেই টেকনো’র স্মার্ট নেটওয়ার্ক অপটিমাইজেশন ফিচার লিঙ্ক বুমিং ভি১.০ ব্যবহার করা হয়েছে; যা ইউজারের কানেকশনকে দ্রুত ও স্থিতিশীল রাখতে সহায়তা করবে।
টেকনো স্পার্ক ৪০ (১২৮ জিবি + ৬ জিবি + ৬জিবি এক্সটেন্ডেড) এবং স্পার্ক ৪০প্রো (১২৮জিবি+ ৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) এখন পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৩,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকায়। এছাড়াও, স্পার্ক ৪০-এর ২৫৬ জিবি + ৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড ভার্সন আগামী ১৫ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে।