
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গত অর্থ বছরে ৯ হাজার কোটি টাকার সরকারি সহায়তা বিতরণ করেছে নগদ
গত অর্থ বছরে ৯ হাজার কোটি টাকার সরকারি সহায়তা বিতরণ করেছে নগদ
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা উপবৃত্তি, সামাজিক নিরাপত্তা ভাতা ও অন্যান্য খাত মিলিয়ে নয় হাজার কোটি টাকার সরকারি সহায়তা বিতরণ করেছে মোবাইল আর্থিক সেবা নগদ। সব মিলিয়ে প্রায় সোয়া দুই কোটি সুবিধাভোগীর মাঝে ভাতা বিতরণ করেছে নগদ।
এর মধ্যে শিক্ষার বিভিন্ন খাতে প্রায় দেড় কোটি সুবিধাভোগীকে সরকারের তিন হাজার কোটি টাকার উপবৃত্তি বিতরণ করা হয়েছে নগদের মাধ্যমে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা উপবৃত্তির সুবিধাভোগী ৯০ লাখ শিক্ষার্থী এবং মাধ্যমিক ও স্নাতকোত্তর ৫৪ লাখ শিক্ষার্থী। শ্রেণীভেদে প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত একেকজন শিক্ষার্থী মাসে ৭৫ থেকে ২০০ টাকা সরকারি সহায়তা পেয়েছেন। তিন মাস ও ছয় মাস পরপর কিস্তি হিসেবে এই ভাতা ও উপবৃত্তি উপকারভোগীদের নিবন্ধিত নগদ ওয়ালেটে বিতরণ করা হয়।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ইবতেদায়ি থেকে ফাজিল এবং ভোকেশনাল থেকে ডিপ্লোমায় অধ্যয়নরত ১৩ হাজার ৩১২ জন শিক্ষার্থীকে বিশেষ অনুদান দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের এই বিশেষ বরাদ্দের টাকাও নগদের মাধ্যমে পেয়েছেন সুবিধাভোগীরা।
সরকার কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণ করে। ২০২৪-২৫ অর্থবছরে শুধুমাত্র সামাজিক নিরাপত্তা খাতে নগদ বিতরণ করেছে ছয় হাজার কোটি টাকার ভাতা। বছর জুড়ে ৭৫ লাখের বেশি ভাতাভোগীর মাঝে মোট চার কিস্তিতে এই ভাতা বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও বেদে সম্প্রদায়সহ তৃৃতীয় লিঙ্গের মানুষদের নগদ ওয়ালেটে তাদের প্রাপ্য ভাতার টাকা পেয়েছেন।
অসচ্ছল প্রতিবন্ধীরা জনপ্রতি মাসে ৮৫০ টাকা করে ভাতা পান। বয়স্কভাতা জনপ্রতি ৬০০ টাকা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা নির্ধারিত আছে মাসে ৫৫০ টাকা। এর পাশাপাশি মহিলাবিষয়ক অধিদপ্তরের মাতৃত্বকালীন ভাতার একটা বড় অংশও বিতরণ করেছে নগদ।
নগদের মাধ্যমে বিতরণ হওয়া সরকারের সকল ভাতা ও উপবৃত্তির সঙ্গে ক্যাশ আউট চার্জ যোগ করে দেওয়া হয়। ফলে এই টাকা তুলতে গ্রাহককে বাড়তি কোনো ক্যাশআউটের টাকা খরচ করতে হয় না।