
রবিবার ● ২৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে আল্ট্রা-স্লিম ওয়্যারলেস চার্জিং ফোন টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস
বাংলাদেশের বাজারে আল্ট্রা-স্লিম ওয়্যারলেস চার্জিং ফোন টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস
প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন স্পার্ক ৪০ প্রো প্লাস। স্পার্ক ৪০ সিরিজের স্লোগান ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার’ এর সাথে সামঞ্জস্য রেখে স্পার্ক ৪০ প্রো প্লাস ডিভাইসটি ৬.৪৯ মিলিমিটারের স্লিম ডিজাইনে নিয়ে আসা হয়েছে। এতে মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে পাশাপাশি রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেনডেড)। ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ১.৫কে থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনে। ফোনটির সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ও ২-মিটার ড্রপ প্রোটেকশনের মতো প্রিমিয়াম ফিচার।
ডিভাইসটিতে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে ৩০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ও ৪৫ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং থাকছে। ফটোগ্রাফি-প্রেমীদের জন্য এতে ৫০ মেগাপিক্সেল এআই-সক্ষম মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসা হয়েছে। এছাড়াও, প্রফেশনাল মানের ফটোগ্রাফি নিশ্চিত করতে এতে এআই ফ্ল্যাশ¯œ্যাপ, এআই ইরেজার, এআইজিসি পোর্ট্রেইট, এআই শার্পনেসের মতো ফিচার রয়েছে। ক্যামেরা এআই এর পাশাপাশি এই ফোনে রয়েছে প্রোডাক্টিভ এআই ফিচার যেমন ইমেজ-টু-ডকুমেন্ট, ইমেজ-টু-এক্সেল, ইমেজ প্রাইভেসিব্লারিং, এআই রাইটিং, এআই ট্রান্সলেট, এআই সার্কেলস সহ আরও অনেক ফিচার।
এতে টেকনো ফ্রি লিঙ্ক নামে একটি রেকর্ডিং ফিচার যুক্ত রয়েছে, যা নেটওয়ার্ক সংযোগ ছাড়াই কল ও টেক্সট করার সুবিধা দেয়। সিকিউরিটি সেকশনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। টেকনো স্পার্ক ৪০ প্রো প্লাস এখন বাংলাদেশে ২৪,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) পাওয়া যাচ্ছে।