
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই প্রযুক্তিনির্ভর অফার নিয়ে এল রাইজ
এআই প্রযুক্তিনির্ভর অফার নিয়ে এল রাইজ
তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে বাংলালিংকের এআই প্রযুক্তিনির্ভর লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ চালু করেছে বিশেষ অফার ও বান্ডল।
এ বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, “বাংলাদেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। আমরা বিশ্বাস করি, তরুণদের শুধুমাত্র কানেক্টিভিটি সেবাই নয়, পাশাপাশি, ডিজিটাল দুনিয়ায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় টুলস ব্যবহারেরও সুযোগ থাকা উচিত। এ ভাবনা থেকেই আমরা রাইজ চালু করেছি। এখন আমরা তরুণদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছি। আমাদের এ অফার প্রযুক্তিকে আরও সহজে ব্যবহারযোগ্য ও অর্থবহ করে তুলবে।”
এ ক্যাম্পেইনের অংশ হিসেবে, ৬ মাসের বিভিন্ন সুবিধাসহ নতুন সিম চালু করা হয়েছে, যেখানে থাকছে ৫০ জিবি ডেটা ও ৩০০ মিনিট। আরও থাকছে, টফির প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করা ও এআই প্রোডাক্টিভিটি টুল ব্যবহারের সুযোগ। এ সিমের মাধ্যমে তরুণরা দীর্ঘমেয়াদে কানেক্টিভিটি ও বিনোদনের স্বাধীনতা উপভোগ করবেন।
রাইজের এআই প্রযুক্তিনির্ভর সেবার মধ্যে রয়েছে: যেকোনো ডকুমেন্ট সহজে সংক্ষেপিত করার টুল ‘সামারাইজ,’ লেখার মান উন্নত করার জন্য ‘গ্রামারাইজ’ ও সৃজশীলতা প্রকাশে ‘অ্যাভাটারাইজ।’ এ টুলগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি অ্যাকাডেমিক ক্ষেত্রেও সফলতা অর্জনে ভূমিকা রাখবে।