
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রাহকদের হালকা ফোনের দিকে আগ্রহী করে তুলছে ইনফিনিক্স হট ৬০ সিরিজ
গ্রাহকদের হালকা ফোনের দিকে আগ্রহী করে তুলছে ইনফিনিক্স হট ৬০ সিরিজ
বর্তমান সময়ে প্রযুক্তি আর ফ্যাশনের মেলবন্ধন ঘটছে প্রতিটি ক্ষেত্রে। তরুণ প্রজন্ম, বিশেষকরে জেন-জি, মোবাইল ব্যবহারের ধরণকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ভারী ও জটিল ডিভাইস থেকে সরে এসে তারা চাইছে স্মার্ট, হালকা ও আকর্ষণীয় ফোন- যা শুধু হাতে মানানসই নয়, বরং তাদের জীবন যাপন, উদ্যম আর স্বপ্নের সঙ্গেও মিল রেখে চলে।
এই পরিবর্তনের এক দৃশ্যমান প্রমাণ হলো বাজারে পাতলা ও হালকা ফোনের ক্রমবর্ধমান চাহিদা। এই চাহিদা মেটাতে ইনফিনিক্স সম্প্রতি উন্মোচন করেছে হট ৬০ সিরিজ। বাজারে আসার পর থেকেই এই সিরিজ তরুণদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এর স্মার্ট, স্লিম ও হালকা লাইনআপের কারণে।
অল্প সময়ের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে হট ৬০ সিরিজের নতুন সংযোজন হট ৬০ প্রো+। ৫.৯৫ মিমি পুরুত্বের এই ফোন বর্তমানে সবচেয়ে স্লিম ৩ডি কার্ভড স্ক্রিন স্মার্টফোন হিসেবে রেকর্ড গড়েছে।
হট ৬০ সিরিজের ডিভাইসগুলোতে রয়েছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সুবিধা। এতে আরও রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ আল্ট্রা-সেন্সিটিভ ক্যামেরা এবং মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর। এর এনএফসি টাচ ট্রান্সফার ফিচার দ্রুত ও সহজ কানেক্টিভিটি নিশ্চিত করছে।