
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে এআই ইন্টেলিজেন্স সমৃদ্ধ লেনোভো লিজিয়ন ফাইভ আই ল্যাপটপ
বাজারে এআই ইন্টেলিজেন্স সমৃদ্ধ লেনোভো লিজিয়ন ফাইভ আই ল্যাপটপ
গেমারদের স্বপ্ন একটি শক্তিশালী, দ্রুত এবং স্মার্ট ল্যাপটপ। অন্যদিকে ক্রিয়েটরদের চাওয়া- একটি ডিভাইস যা সৃজনশীলতাকে সীমাহীন করে তোলে। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাজারে নিয়ে এসেছে লেনোভো লিজিয়ন ফাইভ আই (83LY006XLK) ল্যাপটপ। ডিভাইসটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ওএলইডি ডিসপ্লে এবং শক্তিশালী গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।
অন্য ল্যাপটপ যেখানে শুধু হার্ডওয়্যারের উপর নির্ভর করে, সেখানে এই ল্যাপটপটি তার এআই ইঞ্জিন দিয়ে নিজেকে আলাদা করে তোলে। এটি গেমারের খেলার ধরন বা কাজের ধরন বুঝে সিপিইউ ও জিপিইউ রিয়েল-টাইমে অপ্টিমাইজ করে, ফলে গেমিংয়ে ফ্রেমড্রপ বা ল্যাগ কমে যায়, আর ক্রিয়েটিভ কাজের সময় দ্রুত রেন্ডারিং ও নিখুঁত কালার আউটপুট পাওয়া যায়।
ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আই ৯-১৪৯০০এইছএক্স প্রসেসর, যার সর্বোচ্চ স্পিড ৫.৮ গিগাহার্জ। সঙ্গে দেওয়া হয়েছে ৩২ জিবি ডিডিআর৫ র্যাম এবং ১ টেরাবাইট জেন৪ এসএসডি।
১৫.১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৭০ গ্রাফিক্স কার্ড, যার ৮ জিবি ভিআরএএম ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও পরিপূর্ণ করে। উন্নত জিপিইউ আর্কিটেকচারে রয়েছে ৭৯৮ এআই টপস, যা রিয়েল-টাইমে বুঝে নেয় কোন অংশে বেশি শক্তি প্রয়োজন এবং সেই অনুযায়ী অপ্টিমাইজ করে।
এতে রয়েছে স্মার্ট রিসোর্স ম্যানেজমেন্ট, যা গেমিং বা ক্রিয়েটিভ কাজের সময় অপ্রয়োজনীয় প্রসেস কমিয়ে সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করে। ডাইনামিক থার্মাল এআই ল্যাপটপকে দীর্ঘক্ষণ ব্যবহারের পরেও নিয়ন্ত্রিত তাপে রাখে, আর অ্যাডাপটিভ ব্যাটারি এআই ব্যাটারির ব্যবহার শিখে সর্বাধিক ব্যাকআপ নিশ্চিত করে। এর এআই নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন যেকোনো ভিডিও কল, স্ট্রিমিং বা কনফারেন্সে ব্যাকগ্রাউন্ড শব্দ কমিয়ে ব্যবহারকারীর কণ্ঠকে করে তোলে স্পষ্ট ও ক্লিয়ার।
২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ল্যাপটপটির মূল্য ২,৯৫,০০০ টাকা।