
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফুডপ্যান্ডায় অর্ডার করা যাবে আজোয়া’র খাবার
ফুডপ্যান্ডায় অর্ডার করা যাবে আজোয়া’র খাবার
জনপ্রিয় বেকারি ও ফাস্ট ফুড ব্র্যান্ড আজোয়া বেক অ্যান্ড প্রেস্ট্রি’র ঢাকা ও গাজীপুরের ৫০টিরও বেশি আউটলেট থেকে ফুডপ্যান্ডার গ্রাহকরা খাবার অর্ডার করতে পারবেন। এজন্য সম্প্রতি ফুডপ্যান্ডার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে আজোয়া।
এ চুক্তির ফলে ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ‘হোম ডেলিভারি’ ও ‘পিকআপ’ অপশন ব্যবহার করে আজোয়া থেকে খাবার অর্ডার করা যাবে। এখন ৫০টির বেশি আউটলেট থেকে খাবার অর্ডারের সুযোগ থাকলেও এ বছরের মধ্যে আজোয়া’র আরও আউটলেট ফুডপ্যান্ডায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
চুক্তি প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব সেলস মো. সিরাজুল হক বলেন, আজোয়া বেক অ্যান্ড পেস্ট্রি জনপ্রিয় একটি ব্র্যান্ড। ফুডপ্যান্ডার সাথে এ অংশীদারিত্বের মাধ্যমে আজোয়ার খাবার এখন আরও সহজে ক্রেতারা কিনতে পারবেন।
এ বিষয়ে আজোয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. হুমায়ুন কবীর বলেন, আজোয়ার খাবার স্বাস্থ্যসম্মত ও পুষ্টিসমৃদ্ধ। আমরা আমাদের সব পণ্যের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। ফুডপ্যান্ডার সাথে কাজ করার মাধ্যমে আমরা আরও বড় পরিসরে গ্রাহকের কাছে পৌঁছানোর মাধ্যমে আমাদের পণ্যকে তাদের হাতের নাগালে পৌঁছে দিতে পারবো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডপ্যান্ডার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. সিরাজুল হক, ফিল্ড সেলস লিড শেখ তানিম শাকের ও ফিল্ড সেলস স্পেশালিস্ট মো. জাকির হোসেন। আজোয়া বেক অ্যান্ড পেস্ট্রির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. হুমায়ুন কবীর, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনির আহমেদ, পরিচালক আবু সৈয়দ মজুমদার ও আইটি ডিরেক্টর মাকসুদ আলী মিরাজ।