
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআইভিত্তিক শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে
এআইভিত্তিক শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি চীনের সাংহাইয়ে হুয়াওয়ের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে হুয়াওয়ের ডেটা কমিউনিকেশন প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট লিওন ওয়াং আরও উন্নত ও এআই-ভিত্তিক শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সলিউশন উন্মোচন করেছে। এই সলিউশনে তিনটি স্তর রয়েছে এআই-ভিত্তিক বুদ্ধিমত্তা, এআই-ভিত্তিক সংযোগ এবং এআই-ভিত্তিক ডিভাইস।
এই নেটওয়ার্কে এআই-ভিত্তিক তিন স্তরের আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যা চারটি মূল সলিউশনকে আরও উন্নত করবে। সলিউশনগুলো হলো শিংহে এআই ক্যাম্পাস, শিংহে ইন্টেলিজেন্ট ওয়ান (ডঅঘ), শিংহে এআই ফ্যাব্রিক ২.০ ও শিংহে এআই নেটওয়ার্ক সিকিউরিটি।
শিংহে এআই ক্যাম্পাস ক্যাম্পাস নেটওয়ার্কের পরিপূর্ণ নিরাপত্তা দেয়। শিংহে এআই ফ্যাব্রিক ২.০ সাধারণ কম্পিউটিং ও এআই কম্পিউটিংয়ে বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে কম্পিউটিংয়ের দক্ষতাকে পরিপূর্ণভাবে প্রয়োগ করে। শিংহে ইন্টেলিজেন্ট ওয়ান উচ্চ ক্ষমতাসম্পন্ন ও সমন্বিত কম্পিউটিং-নেটওয়ার্ক সেবা দেয়, যা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজন অনুযায়ী কম্পিউটিং ব্যবহার করতে সাহায্য করে। শিংহে এআই নেটওয়ার্ক সিকিউরিটি ‘এআই ভার্সেস এআই’ ধারণার ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা গঠন করে। অর্থাৎ, এটি ক্ষতিকারক কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকি মোকাবেলাতেও সক্ষম। এটির ফলে নেটওয়ার্কে কোনো বিঘœ ঘটে না এবং নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত হয়।