
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রাহকদের জন্য ফ্রি অ্যাসেসমেন্টের সুযোগ নিয়ে এলো সার্ভিসিং ২৪
গ্রাহকদের জন্য ফ্রি অ্যাসেসমেন্টের সুযোগ নিয়ে এলো সার্ভিসিং ২৪
থার্ড পার্টি মেইনটেন্যান্স সার্ভিস প্রোভাইডার সার্ভিসিং২৪ আবারও এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য অক্টোবর জুড়ে বিনামূল্যে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট শুরু করেছে। এর লক্ষ্য হলো ব্র্যান্ড ও ব্যবসাগুলোর আইটি অবকাঠামো বিশ্লেষণ করে উপযুক্ত সমাধান পরিকল্পনা, বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি সাপোর্ট প্রদান করা।
এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের সার্ভার ও নেটওয়ার্ক সিস্টেমের হার্ডওয়্যার পারফরম্যান্স, মেমোরি, ডিস্ক হেলথ, ফার্মওয়্যার আপডেট, লগ ইস্যু এবং আপ-টাইম পারফরম্যান্স পরীক্ষা করা হবে। অংশগ্রহণকারীরা বিস্তারিত হেলথ-চেক রিপোর্ট পাবেন, যা তাদের আইটি অবকাঠামোর সম্পূর্ণ চিত্র তুলে ধরবে। এছাড়া, সার্ভিসিং২৪-এর ইঞ্জিনিয়াররা সমস্যা সমাধানের জন্য কাস্টমাইজড সুপারিশ প্রদান করবেন।
এই উদ্যোগ প্রসঙ্গে সার্ভিসিং২৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসির ফিরোজ বলেন, আমরা আমাদের গ্রাহকদের থেকে যে সন্তুষ্টি পেয়েছি, তা আমাদের অনুপ্রাণিত করেছে। সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক ডিভাইসগুলোর নিয়মিত অ্যাসেসমেন্ট কতটা গুরুত্বপূর্ণ, তা গ্রাহকরা আরও ভালোভাবে বুঝতে পেরেছেন। তাই আমরা এই ফ্রি আইটি হেলথ চেকআপের সুযোগ দিয়ে তাদের সহায়তা করতে চাই, যাতে তারা বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
এই ক্যাম্পেইন আগামী ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে। গ্রাহকরা ফ্রি সার্ভার হেলথ চেকআপের জন্য info@servicing24.com ইমেইল করতে পারেন অথবা +৮৮০৯৬১৪৫৫৬৬৫৫ নাম্বারে যোগাযোগ করে স্লট বুক করতে পারবেন।