
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইনফিনিক্স জিটি ৩০ গেমিং স্মার্টফোন যখন লাইফস্টাইল অনুষঙ্গ
ইনফিনিক্স জিটি ৩০ গেমিং স্মার্টফোন যখন লাইফস্টাইল অনুষঙ্গ
স্মার্টফোন এখন প্রযুক্তি পণ্যের পাশাপাশি ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যমেও পরিণত হয়েছে। ইনফিনিক্স জিটি ৩০ গেমিং ফোনকে একসময় শুধু গেমারদের জন্য ভাবা হলেও এটি এখন তরুণদের কাছে লাইফস্টাইল অনুষঙ্গ হিসাবে বিবেচিত হচ্ছে।
গেমিং স্মার্টফোনগুলো এখন শুধু গেম খেলার ডিভাইস নয়, এগুলো ব্যবহার করছেন শিক্ষার্থী, কনটেন্ট নির্মাতা ও ট্রেন্ড সচেতন ব্যক্তিরা। যে ফোনে ঘণ্টার পর ঘণ্টা গেম খেলা যায়, সেটিতেই তৈরি হচ্ছে টিকটক ভিডিও, হচ্ছে অনলাইন ক্লাস, আবার একইসঙ্গে এটি হয়ে উঠছে ভিজ্যুয়াল স্টেটমেন্ট।
ইনফিনিক্স জিটি ৩০ তরুণদের এই মানসিকতার পরিবর্তনকে ধারণ করেছে। শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি এর সাইবার-থিমড ডিজাইন, কাস্টমাইজেবল আরজিবি লাইটিং ও বোল্ড লুক এটিকে যে কোন ফোন থেকে আলাদা করেছে। হাই-রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে স্ট্রিমিং বা স্ক্রলিংকে আরও প্রাণবন্ত করেছে আর শোল্ডার ট্রিগার গেমের পাশাপাশি দ্রুত ছবি তোলা বা সামাজিক যোগাযোগমাধ্যম খোলার শর্টকাট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। এর নির্ভরযোগ্য ব্যাটারি ও দ্রুত চার্জিং তরুণদের ব্যস্ত চলাফেরাকে সহজ করছে।