
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মাইক্রোসফট সলিউশন ও এআই ইনোভেশন নিয়ে ধ্রুব নেটওয়ার্কসের প্রশিক্ষণ কর্মশালা
মাইক্রোসফট সলিউশন ও এআই ইনোভেশন নিয়ে ধ্রুব নেটওয়ার্কসের প্রশিক্ষণ কর্মশালা
ধ্রুব নেটওয়ার্কস লিমিটেড সম্প্রতি ঢাকার একটি হোটেলে ‘উদ্ভাবনী প্রযুক্তি এবং ডিজিটাল প্রবৃদ্ধি’ শিরোনামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানিক অংশীদাররা এতে অংশগ্রহন করেন। কর্মশালায় মাইক্রোসফট প্রোডাক্টিভিটি সলিউশন ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন ধ্রুব নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহরুল সৈয়দ বখত। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মো. আশিফ ইমরান রানা, সহকারী মহাব্যবস্থাপক সায়মা রশিদ প্রিমা, ম্যানেজার মেহেদী শাহরিয়ার এবং ধ্রুব নেটওয়ার্কসের অন্যান্য কর্মকর্তারা।
অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তব উদাহরণের মাধ্যমে এআই ও প্রোডাক্টিভিটি প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করেন। কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।