রবিবার ● ২ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কানেক্টেড ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড অর্জন করল গ্রামীণফোন
কানেক্টেড ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড অর্জন করল গ্রামীণফোন
গ্রামীণফোন সম্প্রতি কানেক্টেড ওয়ার্ল্ড ফোরামে তার এসএমএস ভিত্তিক “মোবাইল হেলথ টিপস” সেবার জন্য সম্মানজনক কানেক্টেড ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। সম্প্রতি দুবাই এ অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জুরিদের রায় ও ইন্টারনেট ভোটে “ইনোভেশন ইন মোবাইল ভিএএস” বিভাগে গ্রামীণফোন বিজয় লাভ করে।
কানেক্টেড ওয়ার্ল্ড ফোরাম বিশ্বে মোবাইল ভিএএস বিষয়ক নেতৃস্থানীয় অনুষ্ঠান। এই ফোরামে মোবাইল মানি, মোবাইল হেলথ, মোবাইল এডুকেশন, মোবাইল এগ্রিকালচার এবং অন্যান্য মোবাইল লাইফলাইন সার্ভিস নিয়ে নতুন নতুন সেবা বিশ্বের কাছে তুলে ধরা হয়।
বিভিন্ন দেশের ৬৭টি অপারেটর এর সাথে প্রতিযোগিতা করে গ্রামীণফোন “ইনোভেশন ইন মোবাইল ভিএএস” বিভাগে চুড়ান্ত মনোনয়ন পায়। এই বিভাগে অন্যান্য চূড়ান্ত প্রতিযোগিরা ছিল অ্যাসটিউট সিস্টেমস টেকনোলজি লিঃ, ডাটাডাইন, স্পেকট্রাম মোবাইল লি: এবং ইয়ো উগান্ডা লিমিটেড।
উল্লেখ্য গ্রামীণফোন গত ফেব্র”য়ারি ২০১২তে হেলথলাইন সেবার সম্প্রসারণে এসএমএস ভিত্তিক “মোবাইল হেলথ টিপস” সেবা চালু করে। এই সেবা চালু হবার সাত মাসের মধ্যেই এর গ্রাহক সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।





১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে
ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট: আবারও সক্রিয় হ্যাকিং টিম স্পাইওয়ার
রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে বিশেষ সুবিধা
ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
বাইক রাইডারদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতায় কমিউনিটি ওয়েলবিইং রাইড
সি৭৫ এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম