বুধবার ● ২ জানুয়ারী ২০১৩
প্রথম পাতা » আইসিটি আপডেট » ধূমপান নিবারণে কার্যকর নয় ই-সিগারেট
ধূমপান নিবারণে কার্যকর নয় ই-সিগারেট
ধূমপান নিবারণের জন্য ইলেকট্রনিক সিগারেট তৈরি করা হলেও আদতে এটি খুব একটা কাজের নয়। এ ছাড়া এর মাধ্যমে অধূমপায়ীরাও ধূমপানে আসক্ত হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইতালি সরকারের এক গবেষণা সংস্থা। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।
ধূমপানে আসক্ত ব্যক্তিদের এ অভ্যাস ত্যাগ করানোর জন্য ছাড়া হয়েছিল ই-সিগারেট। এ সিগারেটে খুব অল্প পরিমাণে নিকোটিন থাকায় ধূমপায়ীদের ধীরে ধীরে ধূমপানের অভ্যাস কমাবে বলে দাবি করেছিল এ সিগারেটের প্রস্তুতকারকরা। এ ছাড়া যারা ফ্যাশনের জন্য সিগারেট খান, তারাও কোনো ক্ষতি ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন বলেই দাবি ছিল প্রস্তুতকারকদের।
কিন্তু ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এক গবেষণার পর জানিয়েছে, এটি আসলে তেমন একটা উপকারী নয়। তরুণরা এটি ফ্যাশনের জন্য ব্যবহার করলেও এ থেকে অধূমপায়ীদের ধূমপানের অভ্যাস গড়ে উঠতে পারে। এ ছাড়া এ ধরনের সিগারেটে স্বল্প পরিমাণে হলেও নিকোটিন থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এবিসি নিউজ এ সম্পর্কে জানায়, অধূমপায়ীরা এ ধরনের সিগারেট ব্যবহারের পর ধূমপানে উত্সাহী হয়ে উঠতে পারে।
প্লাস্টিকের কার্টিজে ইলেকট্রনিক কারিগরির মাধ্যমে তৈরি করা হয় ই-সিগারেট। এর মধ্যে থাকে মাউথপিস, ব্যাটারি ও স্বল্প পরিমাণ নিকোটিন। আগুন ধরানোর পর এটি থেকে আসল সিগারেটের মতোই ধোঁয়া বেরুতে থাকে।
ইতালির স্বাস্থ্য অনুষদের পরিচালক রবার্টা প্যাসিফিসি এ বিষয়ে সংবাদ সংস্থা এএনএসএকে বলেন, ‘আমরা বলতে পারি ই-সিগারেট সাধারণ সিগারেটের তুলনায় কম বিষাক্ত। কিন্তু আমরা বলতে পারি না যে এটি ক্ষতিকারক নয়। এ ধরনের কিছু বলার আগে আমাদের আরও সাবধান হতে হবে। ধূমপান ছেড়ে দেয়ার জন্য যারা এটি ব্যবহার করছেন, তারা আসলে কতটুকু লাভবান হবেন তা নিয়ে আমি সন্দিহান।’ - এসবিবি





বনানী সড়কে প্রাইভেট কার দুর্ঘটনা
কম্পিউটেক্স তাইপে ২০১৩ -এ আসুস পণ্যের একাধিক পুরস্কার অর্জন
চলছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা
সাভারের ক্ষতিগ্রস্থদের প্রসঙ্গে এক ফেসবুক ইউজার এর পোস্ট
বিশ্বে চলতি বছরে সাংবাদিক মৃত্যু ৪২ জন।
এনড্রয়েড মোবাইল দিয়ে বাংলা লেখার সহজ উপায়
আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস।
কম্পিউটার এর স্পিড বাড়িয়ে নিন
কম্পিউটার হ্যাং !!! সমাধান করুন নিমিষেই