সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » ক্ষমা কর কবিতা
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » ক্ষমা কর কবিতা
৪৪১ বার পঠিত
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষমা কর কবিতা

আজ খুব বড় একটা অন্যায় করেছি। আমাদের কোন বন্ধুর সাথে তোমার কথাপকথন আমি কি শুনতে পারি? কিন্তু ঐ কন্ঠ শুনার যে ব্যকুলতা তা আমি নিবৃত করতে পারি নাই। মনে হল বিশ্ববিদ্যালয়ের সেই তুমিটি এখনও একই রকম আছো। বঙ্কিম বলেছিল: যাকে ছাড়া এক মুহূর্তও জীবন চলে না, যাকে ছাড়া জীবন অচল তার সাথে তিন বছর পর দেখা হলে হয়ত কেমন আছ? এটাও জিঙ্গেস করা হয় না। বঙ্কিম ভুল বলেছিল। আজ এতদিন পরও তুমি আমার সেই তুমি যাকে ছাড়া জীবন অচল। হৃদয়ের যে স্থানটুকু তোমাকে দিয়েছিলাম সেটুকু তেমনই থাকবে আজীবন। তোমার মনে আছে কোন বন্ধু বান্ধবই জানত না আমাদের কথা। তাদের সামনে আমরা সুধুই বন্ধু! কি মজারই না ছিল সেই দিন গুলো। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে চুপিচুপি দেখা করা আবার ক্লাস শেষেও ওদের চোখ ফাঁকি দেয়া! বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যল গার্ন্ডেনের প্রতিটি কলিই ফুটত আমাদের হৃদয় নি:ড়ানো ভালোবাসা, অনন্ত সুখের, অনাবিল সুন্দর ভবিষ্যৎ এর গল্প শুনতে শুনতে। চট্টগ্রাম শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘোরার সময় যান্ত্রিক গাড়ির হাইড্রোলিক হর্ণ গুলো কানে বাঁজতো সুরের মূছনা হয়ে। চোখের পলকের মতই ঐ সময় গুলো কেটে গেল। এখন রাজধানীর এপ্রান্ত থেকে ওপ্রন্ত হেঁটে বেড়াই। তোমার একটি সেকেন্ডের একটি মুহূর্তও যে ভুলতে পারিনি আমার স্মৃতি থেকে। তোমার একটু কছে যাবার জন্য সবকিছুই করেছিলাম আমি যার জন্য চরম মূল্যও দিতে হয়েছে আমাকে কিন্তু পারিনি! ব্যর্থতার সকল দায়ভারই হয়ত আমার! বৃষ্টির সময় এখন আর এক সাথে ভিজে বেড়ানো হয় না কিন্তু এই পিচঢালা রাজধানীতে একা একা কাক ভেজা হই। শীতে কুয়াশা ভেদ করে ঐদূর কাশবন একসাথে দেখা হবেনা কোন দিনও, কখনোই আমার গায়ের প্রখর রৌদ্রটুকু হাতদিয়ে ঠেকানোর ব্যর্থ চেষ্টা করবে না তুমি। বঙ্গপসাগরের বুকে বসে ছোট ছোট ঢেউ এর মত কি সুন্দর অনাবিল জীবনের স্বপ্ন দেখেছিলাম আমরা কিন্তু সেই ঢেউই ঝড় হয়ে ভাসিয়ে নিয়ে গেল সব! সাগরের পাড়ে বসে আজ একা একা ভাবি সে যেন সুখেই থাকে সুখেই থাকে। শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজি আমি- তুমি আমাকে যে ভালবাসা দিয়েছিলে তা এই পৃথিবীতে অন্য কোন মানুষ অন্য কাউকে কোনদিনও দিতে পারে না। তাহলে কেন, কেন আমাকে ছেড়ে চলে গেলে? একটা ব্যপারে আমরা অবাক হয়ে যেতাম: আমাদের দু’জনের অন্তরের মিলদেখে! জানি এরকম আর কোথাও খুজতে যাওয়ার ব্যর্থ চেষ্টা করবেনা তুমি। কত দিন-বছর ঐকন্ঠ শুনি না, তাই বলে অন্য কারো মাধ্যমে যে শুনতে হবে ওরকম আমায় ভেবো না। সেজন্য ক্ষমা কর কবিতা।

লিখেছেন-আহম্মদ হাসান রাজীব
রামদিয়া, কাশিয়ানী, গোপালগঞ্জ।



মিরপুর ও এলিফ্যান্ট রোডে ৯৭৭টি অবৈধ স্মার্ট টিভি বক্স ও সেট টপবক্স জব্দ
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বাজেটে ৫’শ মিলিয়ন ডলার বরাদ্দ রাখার প্রস্তাব পলকের
শেষ হল যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৪
শাওমি বাংলাদেশের ডিস্ট্রিবিউটরস মিট অনুষ্ঠিত
শুরু হচ্ছে এ এস ইসলাম স্কুল অব লাইফ ২০২৪ এর অফলাইন পর্ব
অনলাইন কোরবানি হাট চালু করল বেঙ্গল মিট
টেলকো বীমা দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান
ভিভো ভি৩০ লাইটে ৮০ ওয়াটের চার্জার
কোক স্টুডিও বাংলার অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার টিকটক
ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ